Recent Post

শান্ত দুই চোখ: জয়ীতা চ্যাটার্জী

শান্ত দুই চোখ: জয়ীতা চ্যাটার্জী

মুছে গেছে চোখ থেকে সবটুকু ভীরুতার হিম
সেদিন ছিল এক অগ্ন্যুৎসব তুমি এনে দিলে স্পর্ধা
সমস্ত হৃদয় রাখলাম আগ্নেয়াস্ত্রে
প্রেমের নামে বাজি ধরলাম জীবন রাত্রিময় আকাশে
রক্ত মিশে গেল মিলনান্ত নীলে
আমার জীবনের প্রত্যেকটা অগ্ন্যুৎসব
কেবল তোমাকে চায় অপার্থিব মিছিলে
বুকের ভেতর আগুন জ্বলে ভিন্ন ভাবে
দগ্ধ পায়ে সব ব্যর্থ করে তুমি করো পরিক্রমা আমার অভাবে
চলো দুর্বিনীত যৌবনকে শুদ্ধ করি আগুন দিয়ে হোলি খেলে
সায়াহ্নের মতো বিস্মরণ জীবনকে দেবে স্থির জানি
তুমি ক্ষমা করে এলে এভাবেই আগুন দিয়ে
তোমার শরীরে গেঁথে রাখি গান
আমাদের জীবন রেখে যায় জয়ের স্বাক্ষর
শান্ত দুই চোখে আটকে আছে প্রাণ।

Author

  • জয়িতা চট্টোপাধ্যায়

    লেখিকা জয়িতা চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগরে জন্মগ্রহণ করেন ১৯৮৭ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে স্নাতকোত্তর ও এম.এল.আই.এস(লাইব্রেরি সায়েন্স) বিষয়ে ডিগ্রি অর্জন করেন। প্রাক্তন স্কুল শিক্ষিকা জয়িতাদেবী বর্তমানে মহারাষ্ট্রের বাসিন্দা। অবসর সময়ে তিনি কবিতা লেখা, গান করা, সিন্থেসাইজার বাজানো প্রভৃতি বিষয়ে চর্চা করতে ভালোবাসেন। এসবের পাশাপাশি তাঁর সংগীত সাধনাতেও পারদর্শিতার ছাপ পরিলক্ষিত হয়। নবতরু ই-পত্রিকা ছাড়াও অন্যান্য পত্রিকায় প্রকাশিত তাঁর বিভিন্ন লেখা আদায় করে নিয়েছে বহু মানুষের ভালোবাসা। পেয়েছেন নানা জায়গা থেকে সম্মান। বাংলা রাইটার্স ফোরাম, বালুতট, লিমেরিক প্রভৃতি জায়গা থেকে সম্মাননা লাভ করেছেন। ভারত বিচিত্রা (বাংলাদেশ, ভারতীয় দূতাবাস), মৌনমুখর, সংস্কৃতি বার্তা, বালুতট, ক্র্যাকার, নীলাক্ষর, সহস্র বছরের কবিতা সংকলন, পোয়েটিক, সংকলন, অবেক্ষন, বেদান্ত, জলফড়িং, মৌরিফুল, শব্দের ঝংকার, বর্ণকোষ, নবপ্রভাত, দৌড়, শোরগোল, আবহমান, ধানসিঁড়ি, সাহিত্য নিকেতন(বাংলাদেশ), নবাবী, শব্দের মিছিল, কলতান সংকলন, অক্ষর বৃত্ত, ব্ল্যাকবোর্ড, শ্যামনগর বইমেলা, আমরা সহযাত্রী, পত্রিকা সাহিত্য কালচার, নিকোটিন ব্লগ ম্যাগাজিনের মতো পত্রিকায় তাঁর লেখা বিশেষ সমাদৃত। তাঁর রচিত কাব্যগ্রন্থ 'জ্যোৎস্নার বীজ বোনে'(ই-বুক) প্রকাশিত হয় ২০২০ সালে।

One thought on “শান্ত দুই চোখ: জয়ীতা চ্যাটার্জী”

  1. বিদ্রোহ ঘোষণা ।ভাল লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
কবিতা / ছড়া

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

    ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
    প্রশান্তি আনে তর ছোঁয়া।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    কবিতা / ছড়া

    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

      বারবার আমিও ফিরে আসি
      পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
      দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

        শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
        শৈশব মাখা স্মৃতিতে।
        ভাবনার মেঘে রংধনু আঁকা
        বকের পাখায় লাগে তাই
        ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন