Recent Post

শাওয়ালের চাঁদ: বিবেক পাল

শাওয়ালের চাঁদ: বিবেক পাল
শাওয়ালের চাঁদ: বিবেক পাল
দীর্ঘ সংযম আর প্রতীক্ষার অবসানে
আকাশে জেগে উঠে ইদের চাঁদ,
হৃদ-কমলে আনন্দ অপার।

ঝলমলে নতুন পোশাক রকমারি খাবার
ইফতার মাহফিলে সম্প্রীতি, সহানুভূতির ছোঁয়ায়,
ধর্মীয় উৎসব হয়ে উঠুক সর্বজনীন।

সহসা বজ্র বিদ্যুৎ চমকায় দিগন্তে
গ্রীষ্মের খরতাপে শ্রাবণের বারি ঝরে অঝোরে,
ধরণী সিক্ত হয়; কমে আসে উষ্ণতা নিমেষেই।

পর্ণ-কুটির ভিজে রাতভর শাওয়ালের চাঁদ আর— 
খোলা আকাশের হাহাকারে; শীর্ণকায় মুখগুলো
কুপির আলোয় ইফতার করে শুকনো মুড়ি আর পানিতে!

রমজানের ওই রোজার শেষে এল খুশির ইদ 
সকল দুঃখ, কষ্ট সরিয়ে জীবন গাইবে জীবনের গীত,
শীতল বাতাস বয়ে আনে এই বার্তা জাগ্রত বিবেকে।

অবশেষে রাত ঘুমোতে চলে চাঁদের আলোয় মাথা রেখে!

Author

  • বিবেক পাল

    ১৯৬২ সালে দার্জিলিং জেলার শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন কবি বিবেক পাল। শৈশব ও কৈশোর কাটে চরম দারিদ্র্যের মধ্যে। শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাঠ সম্পূর্ণ করেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে। বাড়ির জ্যেষ্ঠ সন্তান হওয়াতে সংসারের দায়িত্ব-ভার কাঁধে তুলে নিতে হয় অল্প বয়সেই। স্কুল জীবন থেকেই আবৃত্তি ও নাটকের প্রতি ছিল তাঁর বিশেষ ঝোঁক। স্কুলের রজত জয়ন্তী বর্ষে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যুগ্ম প্রথম স্থান অধিকার করেন, এবং নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। স্কুল জীবন থেকেই আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে করতে কবিতার প্রতি অনুরাগ জন্মায় তাঁর। স্কুল জীবনে আলিপুর দুয়ারের একটি লিটিল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হয়। তখন একটি পত্রিকার সঙ্গেও বিশেষভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘ এক দশক ধরে কবিতা লেখা চেষ্টা করে চলেছেন। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশকিছু লিটিল ম্যাগাজিনে ও ই-পত্রিকাতে নিয়মিত কবিতা প্রকাশিত হচ্ছে। ব্যক্তি জীবনে একজন ছোট ব্যবসায়ী কবি বিবেক পাল বর্তমানে নবতরু ই-পত্রিকায় লিখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন