১৯৬২ সালে দার্জিলিং জেলার শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন কবি বিবেক পাল। শৈশব ও কৈশোর কাটে চরম দারিদ্র্যের মধ্যে। শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাঠ সম্পূর্ণ করেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে। বাড়ির জ্যেষ্ঠ সন্তান হওয়াতে সংসারের দায়িত্ব-ভার কাঁধে তুলে নিতে হয় অল্প বয়সেই। স্কুল জীবন থেকেই আবৃত্তি ও নাটকের প্রতি ছিল তাঁর বিশেষ ঝোঁক। স্কুলের রজত জয়ন্তী বর্ষে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যুগ্ম প্রথম স্থান অধিকার করেন, এবং নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। স্কুল জীবন থেকেই আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে করতে কবিতার প্রতি অনুরাগ জন্মায় তাঁর।
স্কুল জীবনে আলিপুর দুয়ারের একটি লিটিল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হয়। তখন একটি পত্রিকার সঙ্গেও বিশেষভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘ এক দশক ধরে কবিতা লেখা চেষ্টা করে চলেছেন। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশকিছু লিটিল ম্যাগাজিনে ও ই-পত্রিকাতে নিয়মিত কবিতা প্রকাশিত হচ্ছে।
ব্যক্তি জীবনে একজন ছোট ব্যবসায়ী কবি বিবেক পাল বর্তমানে নবতরু ই-পত্রিকায় লিখছেন।