Recent Post

শরতের আবাহন: নীতু বেরা

শরতের আবাহন: নীতু বেরা

 ভোরের নরম মিষ্টি হাওয়ায়
      সবুজ ঘাসের 'পরে, 
     বনের পথে মনোহরা
       শিউলি ঝরে পড়ে। 

শারদপ্রাতে অরুণ আলোয়
       শাপলার হাতছানি, 
দোলায় মাথা কাশফুলেরা
    বয়ে যায় স্রোতস্বিনী। 

ভেসে চলা মেঘের ভেলায়
     আলোছায়ার খেলা, 
কল্পকথার পরীদের সব
  ভিড় জমানোর পালা। 

শান্ত স্নিগ্ধ অম্বর জুড়ে
      শারদীয়ার গান, 
অপরূপ সাজে মায়াবী প্রকৃতি
        চিত্তেরে দেয় টান।

Author

  • নীতু বেরা

    বর্তমান সময়ে যাঁরা পরিণত লেখনীর মাধ্যমে পাঠক হৃদয় সহজেই জয় করে ফেলেছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু বেরা একজন। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের বাড়িতে বড়ো হয়ে ওঠা লেখিকা নীতু বেরা শৈশবেই বাবাকে হারান। স্কুলজীবন অতিবাহিত হয় হস্টেলে। পড়াশোনার কারনে বাড়িতে থাকার সুযোগ খুব বেশি একটা ছিল না তাঁর। বর্তমানে কর্মসূত্রে তিনি ঝাড়গ্রামে থাকেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও পরবর্তীতে বি.এড. উত্তীর্ণা নীতুদেবী বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন, এছাড়া বেড়ানো, নানান সেবামূলক কাজের মধ্য দিয়ে সময় কাটাতেও বেশ পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "আমি অনেকদিন থেকেই লেখালেখি করতাম, তবে সেই লেখা ডাইরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন সোস্যাল সাইটের আনুকূল্যে তা অনায়াসেই সকলের সামনে মেলে ধরতে পারি"। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, লেখিকা নীতু বেরা তাঁর লেখার নিজস্বতার কারণে ইতিমধ্যেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন।

One thought on “শরতের আবাহন: নীতু বেরা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-2023-11.jpg
    কচিপাতা স্মৃতিকথা

    আমার সকাল: অহনা মুখোপাধ্যায়

      আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা

      কাণ্ড কারখানা: তমোজিৎ মণ্ডল

        একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন