ওই হলুদ বিকেলের রঙ মেখে শুয়ে আছে আকাশ
একটা দুটো পাতার মতন উড়ে যাচ্ছে পাখি
কোনও শব্দ নেই, নিঃশব্দ শুধু ঘিরে আছে চারপাশে।
একা একা ঘাসের উপর বসে থাকা দায়
তাই, জলসিঁড়ির স্বপ্ন খুঁজি মগজে
মুখ কোথায় মুখের আদলে দেখি
শুধু অজস্র ছায়া- প্রচ্ছায়ার গাছ উঠে আসে।
জানি সমস্ত স্তব্ধতা একদিন
ভেঙে ভেঙে যাবে ভঙ্গুর কাঁচের মতো
শব্দ দিয়ে শব্দ ঘিরে গড়ে উঠবে এক একটা ঘর
যার আয়নামহল ছড়িয়ে দেব আকাশের বুকে
মাটির সুগভীর গহীনে জীবনের অসীম গান…
কবি মহাজিস মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত লালুয়াগেড়্যা গ্ৰামে ১৯৮২ সালে জন্মগ্ৰহণ করেন। পিতা শ্রী একাদশী মণ্ডল মাতা শ্রীমতী আরতী মণ্ডল। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন তিনি। কবির অসংখ্য লেখা ছোট বড় অনেক পত্র-পত্রিকায় প্রকাশিত।