Recent Post

শব্দময়: মহাজিস মণ্ডল

শব্দময়: মহাজিস মণ্ডল

ওই হলুদ বিকেলের রঙ মেখে শুয়ে আছে আকাশ
একটা দুটো পাতার মতন উড়ে যাচ্ছে পাখি
কোনও শব্দ নেই, নিঃশব্দ শুধু ঘিরে আছে চারপাশে।

একা একা ঘাসের উপর বসে থাকা দায়
তাই, জলসিঁড়ির স্বপ্ন খুঁজি মগজে
মুখ কোথায় মুখের আদলে দেখি
শুধু অজস্র ছায়া- প্রচ্ছায়ার গাছ উঠে আসে।

জানি সমস্ত স্তব্ধতা একদিন
ভেঙে ভেঙে যাবে ভঙ্গুর কাঁচের মতো
শব্দ দিয়ে শব্দ ঘিরে গড়ে উঠবে এক একটা ঘর
যার আয়নামহল ছড়িয়ে দেব আকাশের বুকে
মাটির সুগভীর গহীনে জীবনের অসীম গান…

Author

  • মহাজিস মণ্ডল

    কবি মহাজিস মণ্ডল পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত লালুয়াগেড়্যা গ্ৰামে ১৯৮২ সালে জন্মগ্ৰহণ করেন। পিতা শ্রী একাদশী মণ্ডল মাতা শ্রীমতী আরতী মণ্ডল। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু করেন তিনি। কবির অসংখ্য লেখা ছোট বড় অনেক পত্র-পত্রিকায় প্রকাশিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন