Recent Post

শপথ: হামিদুল ইসলাম

শপথ: হামিদুল ইসলাম
শপথ: হামিদুল ইসলাম
পথের মাঝে পথ
তবু পথ খুঁজি
জীবন জুড়ে বাসি স্বপ্নের ঘুমঘোর
নষ্টনীড়ে তোমার আমার ঘর বাঁধার স্বপ্ন
নিরর্থক কসরত।।
                 

তবু নদী বয়ে চলে
আউসের ক্ষেতে ঝিলম চরাচর
দ্রৌপদী সাঁঝে কুড়োই বনলতা নির্যাস
হৃদয়ের গভীরে তুলে রাখি আদিম ওষুধি বৃক্ষ
উপেক্ষার বসত।।

                 

অতল জলে ডোবে লাশ
লাশের সাম্রাজ্যে আঁকি কবিতার রক্ত বীজ
সব বীজে খুঁজি স্বপ্ন
সব বীজে সাজিয়ে রাখি মেহুলবন। করতোয়া নদী
জাহ্নবী রাত।।

                    

শ্মশানে স্বপ্ন পোড়া গন্ধ
পুড়ে যায় পুড়ে যায় বিভেদের নহবত
আমরা হয়ে উঠি তামাটে মানুষ 
অকারণ আগুনে পুড়ে পুড়ে হয়ে উঠি সাঙাই নগরী
আধপোড়া শপথ।।

Author

  • হামিদুল ইসলাম

    কবি ও লেখক হামিদুল ইসলাম ১৯৫৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার ভোঁওর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে চরম দারিদ্র্যের মধ্যে। পড়াশোনার জন্য আসেন মামার বাড়িতে, সেখান থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসেন নিজের বাড়িতে। এরপর বালুরঘাট কলেজ থেকে স্নাতক ও উত্তরবঙ্গ বিশ্ববিদ‍্যালয় থেকে বাংলা ও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। চোদ্দ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতা 'ভালোবাসা' প্রকাশিত হয় স্কুল-ম্যাগাজ়িনে। পরবর্তীতে কলেজ জীবনে বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকার সঙ্গে পরিচয় হয়। তাঁর কথায়, "লেখা আমার নেশা; লেখা আমার জীবন।" লালন চাঁদ ছদ্মনামে তিনি লেখালেখি করেন। এ-যাবৎ তাঁর ন'টি একক কাব‍্যগ্রন্থ ও ত্রিশটিরও বেশি কাব‍্য সংকলন প্রকাশিত হয়েছে। 'সাহিত্য রত্ন' ও 'কবি সাগর' সম্মাননা-সহ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জ্বালাতন: সুপর্ণা চক্রবর্তী
কবিতা / ছড়া

জ্বালাতন: সুপর্ণা চক্রবর্তী

    সারাদিন ঘরে বসে বসে,
    যখন হাঁফিয়ে উঠবে আমার মন..!
    আমি তোমার মাঝে এসে দাঁড়াব….।
    বুক ভরা শ্বাসে বেঁচে উঠব আবার নতুন করে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ফুল ফুটেছে হাসো মেলে ঠোঁট: রানা জামান
    কবিতা / ছড়া

    ফুল ফুটেছে হাসো মেলে ঠোঁট: রানা জামান

      যত পারো দাগো শেল প্রেমে রবো মত্ত
      তোমার চৌদিকে রয়ে বুনে যাবো বীজ
      দিবানিশি ঘুরে ঘুরে ভুলে যাবো নিজ
      ধরাকে বুঝিয়ে দেব ভালোবাসি কত্ত।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      মৃত্যু: বিবেক পাল
      কবিতা / ছড়া

      মৃত্যু: বিবেক পাল

        সজল বাতাসে
        শব্দহীন স্নেহের পরশ
        রাতের শ্বেত-শুভ্র ফুল
        ছড়ায় সুঘ্রাণ, জীবনকে ভালোবেসে।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন