Recent Post

লেখা পাঠানোর নিয়মাবলী

১: ফেসবুক অথবা অন্য কোনও পত্র-পত্রিকায় কখনও প্রকাশিত হয়নি এমন অপ্রকাশিত এবং মৌলিক লেখাই একমাত্র পাঠাবেন।

২: ওয়ার্ড ফাইলে, মেইল বডিতে টাইপ করে অথবা সাধারণভাবে হোয়াটসঅ্যাপে লিখে আপনার লেখা পাঠানো যাবে।

৩: যে কোনও সময় লেখা পাঠানো যেতে পারে।

৪: কোনও রকম ধর্মীয়-রাজনৈতিক-সামাজিক ভাবাবেগে আঘাত করবেনা এমন সর্বজনগ্রাহ্য বিষয় নিয়েই লিখুন।

৫: লেখা পাঠানোর সঙ্গে আপনার নাম, ঠিকানা, বয়স/জন্মসাল, ফোন নং, ই-মেল আইডি, লেখা সম্পর্কিত ছবি(সম্ভব হলে) ও ছবির সোর্স এবং নিজের সাম্প্রতিক ছবি পাঠাবেন। হোয়াটসঅ্যাপে পাঠালে ‘নবতরু ই-পত্রিকা’ কথাটি অবশ্যই উল্লেখ করবেন। ই-মেলের মাধ্যমে পাঠানোর সময় সাবজেক্ট-এ ‘নবতরু ই-পত্রিকা’ কথাটি লিখতে ভুলবেন না।

৬: আপনার লেখাটি পত্রিকার জন্য মনোনীত হলে সেটি পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত আমাদের অনুমতি ব্যতিরেকে তা অন্য কোথাও পাঠানো যাবেনা। লেখা প্রকাশের পর আপনি যে লিংক পাবেন সেটাই সকলকে শেয়ার করবেন।

৭: লেখা পাঠানোর আগে আমাদের ওয়েবসাইট

https://nabataru.com/

ফেসবুক পেজ https://www.facebook.com/nabataru

এবং ফেসবুক গ্রুপ-এ https://www.facebook.com/groups/nabataru

নজর রাখুন।

৮: লেখা পাঠাবেন এই ঠিকানায়-

হোয়াটসঅ্যাপ: 9474166312

অথবা

ই-মেল: writefornabataru@gmail.com

পত্রিকার পক্ষ থেকে লেখক-লেখিকা ও সাধারণ সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা:-

১) ‘নবতরু ই-পত্রিকা’ হল মূলত একটি অনলাইন সাহিত্য পত্রিকা যা শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই প্রকাশিত হয়। ওয়েবসাইটের ঠিকানা: https://nabataru.com

প্রত্যেক ইংরাজী মাসের পয়লা তারিখ রাত্রি আটটায় পত্রিকার নিজস্ব ওয়েবসাইটে নূতন লেখাগুলি প্রকাশিত হয়। পুরাতন লেখাগুলিও যথারীতি ওয়েবসাইটেই থাকে।

২) লেখা পাঠাতে পারেন মাসের যে কোনও দিনে যে কোনও সময়ে। লেখার প্রাপ্তি স্বীকার করে লেখাটি পত্রিকার জন্য বিবেচিত হয়েছে কিনা জানিয়ে দেওয়া হয়। বিবেচিত না হওয়ার কারণ জানাতে পত্রিকাগোষ্ঠী বাধ্য নয়। বিবেচিত হলে লেখাটি পত্রিকার কোন সংখ্যায়(মাসের নাম সহ) প্রকাশিত হবে তা জানিয়ে দেওয়া হয়।

৩) লেখা ওয়েবসাইটে প্রকাশিত হলে পত্রিকার পক্ষ থেকে একটি সম্মাননাপত্র(ই-কার্ড) পাঠানো হবে।

৪) লেখক/লেখিকার পরিচিতি সম্পর্কিত কিছু তথ্যের প্রয়োজনে পত্রিকার পক্ষ থেকে একটি ফর্ম সংশ্লিষ্ট লেখক/লেখিকাদের কাছে পাঠানো হবে, সেটি যত্ন সহকারে পূরণ করে অনলাইনেই আমাদের কাছে জমা করবেন।

৫) যেহেতু এটা একটা ডিজিট্যাল প্ল্যাটফর্ম তাই আপনার লেখা সকলের কাছে পৌঁছে দিতে ওয়েবসাইটে প্রকাশিত লেখার লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই পারেন।

বিশেষভাবে জানিয়ে রাখি, নবতরু ই-পত্রিকায় প্রকাশিত আপনার লেখা এক বছর পর্যন্ত অন্য কোনও পত্র-পত্রিকায় পাঠানো যাবে না।

৬) নবতরু ই-পত্রিকার লেখক ও পাঠকদের সুবিধার্থে তৈরি করা হয়েছে একটি ফেসবুক পেজ(নবতরু)👇

https://www.facebook.com/nabataru

ও একটি ফেসবুক গ্রুপ(নবতরু ই-পত্রিকা) 👇

https://www.facebook.com/groups/nabataru

এখানে দেওয়া হয় ওয়েবসাইটে প্রকাশিত লেখার লিংক। যে লিংক আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। পত্রিকার পক্ষ থেকে নানান খবরাখবর ও বিজ্ঞপ্তি প্রকাশ সহ বিশেষ দিনগুলিকে যেমন স্মরণ করা হয় তেমনই পত্রিকার সঙ্গে যুক্ত লেখক-লেখিকারাও তাঁদের নিজস্ব সৃজনশীল নানান পোস্ট এখানে শেয়ার করতে পারেন। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যে নবতরু ই-পত্রিকার ফেসবুক পেজ অথবা গ্রুপটি কিন্তু নবতরু ই-পত্রিকার মূল প্ল্যাটফর্ম নয়।

পত্রিকার উন্নতিসাধনে গ্রুপের সকল সদস্যদের মন্তব্য ও মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। এই কারণে আপনারা অবশ্যই এই দুটিকে নিয়মিত অনুসরণ করবেন ও মতামত দেবেন।

৭) সর্বোপরি পত্রিকার পক্ষ থেকে সকল লেখক/লেখিকাদের প্রতি আমাদের সনির্বন্ধ অনুরোধ, আপনারা পত্রিকার সমস্ত নিয়মকানুন যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।

৮) পত্রিকা সম্পর্কিত কোনও মন্তব্য, মতামত ও অভিযোগ থাকলে অবশ্যই আপনার সম্পূর্ণ নাম-ঠিকানা সমেত জানাতে পারেন ই-মেল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

ইমেল: writefornabataru@gmail.com

হোয়াটসঅ্যাপ: 9474166312

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

3 thoughts on “লেখা পাঠানোর নিয়মাবলী

  1. আপনাদের বিষয় জানলাম নিয়মাবলী পড়লাম। ধন্যবাদ আশা করি আপনাদের নিয়মের সাথে তাল মিলিয়ে চলতে পারব।

  2. বিশদে পড়লাম ও জানলাম। আশাকরি আমি নিয়মমাফিক কবিতা পাঠাতে পারবো। ধন্যবাদ জানাই নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায় মহাশয় কে। সেই সঙ্গে পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সূচিপত্র: নবতরু ই-পত্রিকা তৃতীয় বর্ষ, পঞ্চম সংখ্যা, মে-২০২৩
বিজ্ঞপ্তি

সূচিপত্র:

    সম্পাদকীয়: বরুণ মুখোপাধ্যায়

    কবিতা/ছড়া:—
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    দখিনা বাতাস: বিবেক পাল
    পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    গদ্যসাহিত্য:—
    আয়নাবন্দি: জিৎ সরকার
    শৈশবের গরমকাল: ঈশিতা পাল
    চাঁদিফাটা আমার সেকাল: বন্দে বন্দিশ
    শৈশবের গরমকাল: মধুরিমা বন্দ্যোপাধ্যায়
    শৈশবের গরমকাল: সুব্রত চৌধুরী
    শৈশবের গরমকাল: ধ্রুব বন্দ্যোপাধ্যায়
    গ্রীষ্মের দিনের টুকরো কথার স্মৃতি: প্রিয়াংকা রায়
    শৈশবের গরমকাল: সরোজ চট্টোপাধ্যায়

    ছবি/ফটোগ্রাফি:—
    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    কলমের-কলমকারি-Nabataru-e-patrika
    কবিতা / ছড়া ২০২১ সেপ্টেম্বর

    কলমের কলমকারি: তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী

      আজকাল তোমাকে আর খুব প্রয়োজন হয় না

      বুকের বাম দিকে তোমার যে অবস্থান ছিল তা বদলেছে

      বদলেছে সময়ের সাথে সাথে অনেক পরিচিত অভ্যাস

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কেন-যে-তুমি-Nabataru-e-patrika
      কবিতা / ছড়া ২০২১ সেপ্টেম্বর

      কেন যে তুমি: সামিমা খাতুন

        কেন যে তুমি,
        অন্য কেউ হবার খেলায়,
        নিজ সত্তা হারিয়ে হেলায়,
        মাতো সর্বনাশে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন