Recent Post

লেখালেখি: খাইরুল আনাম

লেখালেখি: খাইরুল আনাম

অল্প হলেও লিখি, 
লিখতে লিখতে শিখি। 
লিখবো বলে পড়ি, 
লেখার মেজাজ গড়ি। 
ছন্দ এলে মনে
তৎক্ষণাৎ সেই ক্ষণে
কলম তুলি হাতে
দিন হোক বা রাতে। 
যেটুক আসে মাথায়
ছড়াই খাতার পাতায়। 
লোকে বলুক যে যাই
কান করি না সেটায়। 
পারি না যা মুখে
বলতে সুখে দুখে, 
হরদম হর পলই
লিখেই সেটা বলি। 

Author

  • খাইরুল আনাম

    নবতরু ই-পত্রিকার লেখক তথা ছড়াকার খাইরুল আনাম-এর জন্ম ১৯৭৬ সালে। বীরভূম জেলার ময়ূরেশ্বরের বাসিন্দা খাইরুল আনাম দীর্ঘদিন ধরেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যুক্ত। খুব ছোটো বেলা থেকে সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত। আবৃত্তি ও অভিনয়ের প্রতি ছিল প্রচন্ড ঝোঁক। মাত্র সাত বছর বয়সে প্রথম সাঁই সিরাজ (লালন ফকির) যাত্রায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু। তার পর থেকে আরো অনেক যাত্রা ও নাটকে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। বাবা আব্দুল মাবুদ সাহেব ছিলেন স্বনামধন্য শিক্ষক, দক্ষ অভিনেতা ও নির্দেশক। তাঁর হাত ধরেই সংস্কৃতি জগতে প্রবেশ। আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতিতে যথেষ্ট পারদর্শিতার পরিচয় দিয়েছেন ও স্বীকৃতি লাভ করেছেন। পরবর্তীতে তাঁর নাটকের দিকে আগ্রহ বাড়ে। মঞ্চ এবং পথে(পথ নাটিকা) বহু নাটকে অভিনয় করেছেন তিনি। সাক্ষরতা আন্দোলনে তাঁর মঞ্চাভিনয় ও পথ-নাটিকা এলাকায় যথেষ্ট সাড়া ফেলছিল। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ পেশায় শিক্ষক আনাম সাহেব করোনাকালেই লিখে ফেলেছেন বহু কবিতা ও ছড়া, যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন