Recent Post

রূপসী শরৎ: প্রিয়াংকা রায়

রূপসী শরৎ: প্রিয়াংকা রায়

শিউলির রং গালে, বাতাসেরা ছুঁয়ে যায় 
লাজুক কপালে টিপ, ঢাকে সাদা ওড়নায়

লাল রং ঠোঁট তার, সুর কি যে মিষ্টি
সবুজ নয়নমণি, আহা সে কি দৃষ্টি

খোঁপায় বেঁধেছে মুঠো, বেগুনি জারুল ফুল
পড়েছে শুভ্র মেঘে, আকাশি কানের দুল।

সোনালী ধানের বুকে, ভাসে আগমনী সুর
অকারণে কাশবনে, হাসে সোনা রোদ্দুর।

দামাল ছেলের দল, বাসন্তী বসনে
আঁকবে পূজার ছবি নীল মেঘাবরনে

কাশফুল তুলি হলে, ক্যানভাস হবে মন
রামধনু রং দিয়ে সারা হবে আয়োজন।

শরৎ রূপসী আজ, পুলকিত মন- প্রাণ
শুভ্র মেঘের বুকে স্নেহময়ী দু-নয়ান।

Author

  • প্রিয়াংকা রায়

    যাঁর কবিতায় ফুটে ওঠে নানান ছবি, শব্দেরা কথা কয়; তিনি হলেন কবি প্রিয়াংকা রায়। জন্ম ১৯৮৪ সালে কলকাতা শহরে। তাঁর বাল্যকালের অনেকটা সময় কেটেছে শান্তিনিকেতনে আর কিছুটা সময় কলকাতায়। বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবনে আবাসিক ছাত্রী হিসাবে, এরপর উচ্চতর শিক্ষার জন্য বেশ কিছু খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সৌভাগ্য হয় তাঁর। এগুলির মধ্যে ডব্লুবিইউটি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। তিনি একাধারে এম টেক পাঠ সম্পূর্ণ করেন এবং পরবর্তীতে রবীন্দ্রসংগীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। কবি শ্রীমতী রায় বর্তমানে বোলপুরের বাসিন্দা এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। এরই সঙ্গে তিনি ভালোবাসেন সংগীত চর্চা, হাতেরকাজ, সেলাই, খেলাধুলা প্রভৃতি। তাঁর কথায়, "লিখতে গেলেই মনে হয় বিশালত্বের পাশে ক্ষুদ্রের চিত্রলিপি।" ছেলেবেলায় পাঠভবনের শিক্ষা ও পরিবেশ তাঁর আত্মকথনের সাহস। পাঠভবনের সাহিত্যসভা ও নানা অনুষ্ঠানের হাত ধরে একটু একটু করে লিখতে শেখা, মনের ভাব পেন্সিলের আঁকিবুকিতে খাতায় ফুটিয়ে তোলার মধ্যে দিয়ে যে অভ্যাসের সূচনা হয়েছিল আজও সেই সাধনা তাঁর অব্যাহত রয়েছে। সেই ছবিই ফুটে উঠেছে নবতরু ই-পত্রিকায় প্রকাশিত তাঁর বিভিন্ন কবিতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-2023-11.jpg
    কচিপাতা স্মৃতিকথা

    আমার সকাল: অহনা মুখোপাধ্যায়

      আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা

      কাণ্ড কারখানা: তমোজিৎ মণ্ডল

        একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন