পথ ভুল করে তোমার হাত ধরি
আপাতত তুমিই পথপ্রদর্শক
নীরব প্রদক্ষিণ তোমার পথ ঘিরে
যদিও তা আলপথ
রাজপথের সাথে মিলাতে গিয়ে ভুল হয় প্রতি পদে
উচ্চারণে ব্যাকরণে
এরপর কথাদের ভ্রমণ কক্ষপথ জুড়ে
প্রতিশ্রুতি ভাঙে, ভাঙে অনেক কিছু,
পথ ভুলে, ভুল পথেই পা বাড়িয়ে
একত্রিত হয় সবাই।
হাসিতে ভেসে যায় ঘর কথায় কথায়, ভেঙে যায় আসর
তারপর পথ-পরিক্রমায় পথ চলা যে যার মতো
নতুন পথের সন্ধানে
এক ঈশ্বরের নামে শপথ নিয়ে
ভাগ হওয়া পথ মিলে যায় কি না জানা হয় না
পথিক শুধু পথ খোঁজে
লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো।
তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।