Recent Post

রসনা চোর: অন্বেষা মণ্ডল

রসনা চোর: অন্বেষা মণ্ডল

দিবাকরবাবুর বাড়িতে ঘটনাটি গত সপ্তাহ থেকেই ঘটছে। কখনও ঋকের বাক্স থেকে চকলেট বা ডাইনিং টেবিল থেকে ফল বা ফ্রিজ থেকে মিষ্টি উধাও হয়ে যাচ্ছে। দিবাকর সেন অবসরপ্রাপ্ত উকিল, থাকেন সল্টলেকে। বাড়িতে থাকেন স্ত্রী অঞ্জনা, বৌমা আর নাতি ঋক। ছেলে থাকে বিদেশে। আজ সকালে পেপারটা হাতে নিয়ে বসেছেন এমন সময় বৌমা এসে জানাল যে ফ্রিজ থেকে তিনটে রসগোল্লা উধাও হয়েছে। দিবাকর বাবু বললেন, “এ তো আচ্ছা ঝামেলা। কে যে…।”

তাঁর কথা শেষ না হতেই অঞ্জনা বারান্দা থেকে বললেন, “কতদিন বলেছি তোমার ওই স্কাইলাইট না মাথা, ওটা বন্ধ করো। শুনলেই না।”

দিবাকর বাবু কাগজে মন দিলেন। সবার ধারণা যে স্কাইলাইট দিয়ে বাঁদর ঢুকছে। অঞ্জনার গোয়েন্দাগিরি শুরু হল। সেদিন রাতে তিনি জেগে রইলেন। গভীর রাতে খুট্ করে শব্দে তিনি দরজা ফাঁক করে যা দেখলেন তাতে তাঁর চক্ষু চড়কগাছ। পরদিন দুপুরে খাওয়ার পর অঞ্জনা দিবাকরবাবুর ঘরে এসে বসলেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন,”আচ্ছা এই মাসে তোমার সুগার কত?”

—কেন? আগের মাসে ১২৩-২৫ ছিল। এ মাসে চেক করিনি।

—আমি জানি যে, ফল মিষ্টিগুলো তুমিই খাও। সুগারটা বেড়েছে। আজ থেকে ফ্রিজে সুগার ফ্রি মিষ্টি এনে রাখব আর রাতের বেলা অন্ধকারে বেরিয়ো না। দাদুভাই কত খেলনা এদিকে ওদিকে ছড়িয়ে রাখে, পড়ে গেলে সবাইকে ভোগাবে।

এই বলে অঞ্জনা ঘর থেকে বেরিয়ে গেলেন। দিবাকর বাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন।

Author

  • অন্বেষা মণ্ডল

    বীরভূম জেলার নানুর থানার নূতনগ্রামে ২০০৮ সালে জন্মগ্রহণ করেন অন্বেষা মণ্ডল। শৈশব কেটেছে গ্রামের বাড়িতেই। স্থানীয় নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনে পড়াশুনা করে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন বোলপুরের সেন্ট টেরেসা স্কুলে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্বেষার শখ গল্পের বই পড়া, গোয়েন্দার গল্প বিশেষ পছন্দের। পড়াশুনার সঙ্গে কবিতা ও গল্প লিখতেও বেশ পটু তিনি। এছাড়া ছবি আঁকতেও ভালোবাসেন। অবসর সময়ে দাদুর সঙ্গে সাহিত্য বিষয়ক আলোচনাতেও মশগুল থাকেন অন্বেষা। নব্য সাহিত্যিক অন্বেষার লেখালেখির প্রতি আগ্রহ সঞ্চার হয় দাদুর অনুপ্রেরণায়। মাত্র তিন বছর বয়সে 'উন্মোচন' পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। পরপর আরও কতকগুলি কবিতা ওই পত্রিকাতেই প্রকাশিত হয়। ২০১৭ সাল থেকে তিনি আরম্ভ করেন ছোটগল্প লেখা; এরমধ্যে রহস্য গল্পই প্রধান। সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তি-পাঠেও বেশ দক্ষ তিনি। বর্তমানে নবতরু ই-পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি যুক্ত আছেন।

One thought on “রসনা চোর: অন্বেষা মণ্ডল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক
বিবিধ কচিপাতা ছবি / ফটোগ্রাফি

গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক

    গ্রাম্য বধূ: তৃষিতা ঘটক(পঞ্চম শ্রেণি); শ্রীখণ্ড ঊষাঙ্গিনী উচ্চ বালিকা বিদ্যালয়; পূর্ব বর্ধমান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-2023-11.jpg
    কচিপাতা স্মৃতিকথা

    আমার সকাল: অহনা মুখোপাধ্যায়

      আজ সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক কুয়াশার চাদরে সাদা হয়ে গেছে। সকালে স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। মা বলে “সনু আজকের দিনটা স্কুলে যাও, গাড়িতে যাবে মজা হবে।” বাবা বলল, “নিচে গাড়ি দাঁড়িয়ে আছে।”

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কচিপাতা

      কাণ্ড কারখানা: তমোজিৎ মণ্ডল

        একদিন এক চোর একটি বাড়িতে চুরি করতে গেল। সেই বাড়িতে একটি কুকুর ছিল। কুকুরটা ঘেউ, ঘেউ করে ডাকতে লাগল। মালকিন শুনতে পেল কুকুরের ডাক। মালকিন অবাক হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন