Recent Post

রথ উৎসব: মেঘা চৌধুরী

রথ উৎসব: মেঘা চৌধুরী

রথ উৎসব: মেঘা চৌধুরী

আষাঢ় মাসের দ্বিতীয়াতে রথযাত্রা উৎসব,
চতুর্দিকে খুশির জোয়ার, সাজো সাজো রব।
রথ সাজানোর প্রস্তুতি চলেছে দিনরাত,
নব কলেবরে সুসজ্জিত শ্রী শ্রী জগন্নাথ।
সাথে আছেন ভ্রাতা বলরাম, ভগিনী সুভদ্রা,
উপস্থিত যত পূণ্যার্থী আনন্দে আত্মহারা।
রথযাত্রার দিনে প্রভু যাবেন মাসির বাড়ি,
ভক্তগণের প্রণাম নিয়ে দেবেন তিনি পাড়ি।
রথের দড়ি স্পর্শ করতে ব্যাকুল জনগণ,
হুড়োহুড়ি, লুটোপুটি, করতে পূণ্য অর্জন।
হাজার হাজার মানুষের সমাবেশ পথে,
প্রভু চলেছেন সাড়ম্বরে সুসজ্জিত রথে।

Author

  • মেঘা চৌধুরী

    লেখিকা মেঘা চৌধুরী ১৯৯১ সালে উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়ায় জন্মগ্রহণ করেন। আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে রসায়নে স্নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নোয়াপাড়ার আমবাগান কলোনির বাসিন্দা লেখিকা মেঘা চৌধুরী একটি বহুজাতিক সংস্থায় কার্যনির্বাহী পদে নিযুক্ত আছেন। সাহিত্য চর্চার পাশাপাশি ভালোবাসেন বিশেষত পাহাড় ও প্রকৃতিকে। ছবি তোলা ও ভ্রমণেও শখ আছে তাঁর। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা কবিতা, গল্প ও ভ্রমণকাহিনি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন