লেখিকা মেঘা চৌধুরী ১৯৯১ সালে
উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়ায় জন্মগ্রহণ করেন। আড়িয়াদহ সর্বমঙ্গলা বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ থেকে রসায়নে স্নাতক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে নোয়াপাড়ার আমবাগান কলোনির বাসিন্দা লেখিকা মেঘা চৌধুরী একটি বহুজাতিক সংস্থায় কার্যনির্বাহী পদে নিযুক্ত আছেন। সাহিত্য চর্চার পাশাপাশি ভালোবাসেন বিশেষত পাহাড় ও প্রকৃতিকে। ছবি তোলা ও ভ্রমণেও শখ আছে তাঁর। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর লেখা কবিতা, গল্প ও ভ্রমণকাহিনি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।