আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথির দিনে
বাংলা ও উড়িষ্যা রাজ্যে রথযাত্রা মানে।
জগন্নাথ দেব রথে চেপে যাবেন মাসির বাড়ি
সঙ্গে যাবে দাদা বোন আর তিনটি রথের গাড়ি।
মহা পুণ্যের ভাগীদার হতে রথের দড়ি টেনে
সকলে মিলে মহানন্দে রথের গাড়ি আনে।
রথে থাকা মহাদেবের মুখদর্শন হলে
পুনর্জন্ম হবে না আর গুণীজনেরা বলে।
জগন্নাথ দেবের স্নান সেরে মন্দিরেতে আনে
সাতশো বছরের পুরনো রীতি আজও সবাই মানে।
সাত দিন পর আপন ঘরে আবার ফিরেন রথে
উল্টো দিকে রথ টানে তাই বেদ পুরাণের মতে।
তরুণ কবি আইনলু হক বীরভূম জে লার ময়ূরে শ্বর থানার কুস্ত োর গ্রামে ১৯৯৮ সালে জন্মগ্রহণ করে ন। খুব ছ োটবে লা
থে কে ই লে খালে খি র সঙ্গে যুক্ত ছি লে ন তি নি । স্বরচি ত কবি তা ও নাটক লে খালে খি র পাশাপাশি অভি নয়ে র দি কে ও
বি শে ষ আগ্রহ আছে তাঁর। ছ োটদে র জন্য লে খা তাঁর একাধি ক নাটক গ্রামে র সাংস্কৃতি ক অনষ্ঠু ানে ও বি দ্যালয়ে বহুবার
মঞ্চস্থ হয়ে ছে । ছ োটবে লায় মামার বাড়ি ডাবকু গ্রামে প্রথম ও দ্বি তীয় শ্রে ণি র পড়াশ োনা করার পরে
নি জে র গ্রামে এসে প্রাথমি ক শি ক্ষা শে ষ হয়। ময়ূরে শ্বর উচ্চবি দ্যালয় থে কে উচ্চমাধ্যমি ক পাশ করার পর সাঁইথি য়া
অভে দানন্দ মহাবি দ্যালয়ে পড়াশ োনা শুরু হলে ও বি শে ষ কারণে শে ষ করা হয়নি । বর্তমানে কর্ণার্ণটকে র ব্যাঙ্গাল োরে এক
প্রাইভে ট ক োম্পানি তে সামান্য অভি জ্ঞতা নি য়ে কাজ শুরু করে ন কাজ করার পাশাপাশি চলছে হাতে র কলম ।