Recent Post

রক্তবিলাস: সোহিনী রায়

রক্তবিলাস: সোহিনী রায়

রক্তবিলাস: সোহিনী রায়

নর পিশাচ আজ রক্ত মেখে ম্লান!
মরিয়া সে আজ, সহানুভূতি গ্রাস করে 
আততায়ী মাধুর্যে মত্ত এক মাতাল।
পাথর চিত্তের হারানো মণি মানিকের মাঝে 
গুলিয়ে ফেলে কোনটা নুড়ি কোনটা পান্না।
কয়লা খনিতে বিমর্ষিত সে 
ভুলে যায় লুকানো হীরের কথা।
প্রত্যাশার ক্ষুধাতে তছনছ করে 
চারিদিকে যত সৌন্দর্যের আভা।
নিষ্ঠুরতার কার্পণ্য, আগলে রাখে মন,
দরিদ্র সে আজ, ভিক্ষা করে ক্লান্ত।
খরার সাদৃশ্যে অঙ্কিত সে কোনো অন্ধকারে,
অসুখের মানে মাপা হয় তাকে।
তপ্ত হৃদয়ে লাল বন্যা বয়ে যায়,
তাও নর পিশাচ আজ রক্ত মেখে ম্লান। 

Author

  • সোহিনী রায়

    কবি সোহিনী রায় ২০০৪ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জন্মগ্রহণ করেন। মেরি ইম্মাকুলেট স্কুল থেকে দশম শ্রেণির পাঠ সমাপ্ত করে বর্তমানে তিনি প্রভারণী পাবলিক স্কুলে পড়াশোনা করছেন। ভালোবাসেন ছবি আঁকতে ও লেখালেখি করতে; হাতের কাজ ও ফটোগ্রাফিতেও আগ্রহ আছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন