কবি সোহিনী রায় ২০০৪ সালে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে জন্মগ্রহণ করেন। মেরি ইম্মাকুলেট স্কুল থেকে দশম শ্রেণির পাঠ সমাপ্ত করে বর্তমানে তিনি প্রভারণী পাবলিক স্কুলে পড়াশোনা করছেন। ভালোবাসেন ছবি আঁকতে ও লেখালেখি করতে; হাতের কাজ ও ফটোগ্রাফিতেও আগ্রহ আছে তাঁর।