জীবনের গল্প গুটাতে গুটাতে শেষ প্রান্তে এসে দাঁড়াই
এত সুবিশাল এর বিন্যাস যে প্রথম অধ্যায়ে আর ফেরা যায় না
কখন যে মুঠো ফস্কে সব অতীতের ঘরে তালাবন্ধ স্মৃতি হয়ে গেছে
এখন বর্তমানের হাত ধরে হেঁটে চলেছি
একবার পিছনে ফেলে আসা দিনকে ধরে জুড়তে যাই
জোড়াতালি জীবন আর অনুমতি দেয় না সেলাই করার
আলো ছায়ার খেলা চলতেই থাকে যাপন ক্যালাইডোস্কোপে
বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখা প্রাত্যহিকির রঙ বদল
রঙিন অতীত হাত ধরতে চায় অন্ধকারের গর্ভে থাকা ভবিষ্যতের
মাঝে ক্ষণস্থায়ী বর্তমান
প্রাক্তনকে সাথে নিয়ে চলে না কেউ
বাতিলের তালিকা বাড়তে থাকে
বাড়তে থাকে জীবনের বিন্যাস একদম থেমে যাবার আগে পর্যন্ত…
লেখিকা তুলি মুখোপাধ্যায় চক্রবর্তী ১৯৭০ সালে খড়্গপুর শহরে জন্মগ্রহণ করেন। বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ লেখিকা সাংসারিক কাজের ফাঁকেই লেখালেখির চর্চা করে যান। তাঁর ভালোলাগার বিষয়—বই পড়া, গল্প করা আর বেড়ানো।
তাঁর লেখার অভ্যাস স্কুল জীবন থেকেই শুরু হয়। গল্প, কবিতা লিখতে ভালো লাগে তাঁর। বহু পত্রিকাতে লেখা প্রকাশিত হয়ে চলেছে নিয়মিতভাবে। ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয় এমনই এক লেখা। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। তাঁর নিজস্ব সংকলন প্রকাশ পায় ২০১৯ সালে। এই সংকলনটি রাজভবন থেকে স্বয়ং রাজ্যপালের দ্বারা উন্মোচিত হয়।