অনির্বাণ চক্রবর্তী

পেশায় শিক্ষক অনির্বাণ চক্রবর্তীর জন্ম বীরভূম জেলার কীর্ণাহার নিকটস্থ গোমাই গ্রামে। যদিও পরবর্তীতে ছাত্রজীবন কাটে রানিগঞ্জে। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে স্নাতক এবং বাণিজ্য শাখায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চা, সংবাদপত্রে লেখালেখি ছাড়াও বাগান তৈরি করতেও বিশেষ দক্ষ তিনি। তাঁর লেখা গদ্য-কবিতা পাঠক মহলে বেশ সমাদরণীয়। বর্তমানে তিনি এই নবতরু ই-পত্রিকার একজন নিয়মিত লেখক।
অনির্বাণ চক্রবর্তী
শান্তিনিকেতন, বীরভূম
ই-মেল: anirban.ch2015@gmail.com
অন্বেষা মণ্ডল

বীরভূম জেলার নানুর থানার নূতনগ্রামে ২০০৮ সালে জন্মগ্রহণ করেন অন্বেষা মণ্ডল। শৈশব কেটেছে গ্রামের বাড়িতেই। স্থানীয় নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনে পড়াশুনা করে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন বোলপুরের সেন্ট টেরেসা স্কুলে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্বেষার শখ গল্পের বই পড়া, গোয়েন্দার গল্প বিশেষ পছন্দের। পড়াশুনার সঙ্গে কবিতা ও গল্প লিখতেও বেশ পটু তিনি। এছাড়া ছবি আঁকতেও ভালোবাসেন। অবসর সময়ে দাদুর সঙ্গে সাহিত্য বিষয়ক আলোচনাতেও মশগুল থাকেন অন্বেষা।
নব্য সাহিত্যিক অন্বেষার লেখালেখির প্রতি আগ্রহ সঞ্চার হয় দাদুর অনুপ্রেরণায়। মাত্র তিন বছর বয়সে ‘উন্মোচন’ পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। পরপর আরও কতকগুলি কবিতা ওই পত্রিকাতেই প্রকাশিত হয়। ২০১৭ সাল থেকে তিনি আরম্ভ করেন ছোটগল্প লেখা; এরমধ্যে রহস্য গল্পই প্রধান। সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তি-পাঠেও বেশ দক্ষ তিনি। বর্তমানে নবতরু ই-পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি যুক্ত আছেন।
অন্বেষা মণ্ডল
বোলপুর, বীরভূম
ই-মেল: mondaltusi1984@gmail.com
গোপা মুখার্জী

জন্ম বীরভূমের লাল মাটির দেশে। এখন আসানসোলে থাকেন। পেশায় শিক্ষিকা। নেশা কবিতা লেখা। লিখে আনন্দ পান এবং সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।
তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: “আমার একলা আকাশ “(২০২০)
গোপা মুখার্জী
আসানসোল, পশ্চিম বর্ধমান
ই-মেল: gopamu123@gmail.com
ড.পরিমল চট্টোপাধ্যায়

১৯৭০ সালে হুগলি জেলার পাণ্ডুয়া থানার বেড়েলা গ্রামে জন্মগ্রহণ করেন সাহিত্যিক পরিমল চট্টোপাধ্যায়। গ্রামের নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে হাতনী পূর্ণচন্দ্র বিদ্যামন্দির থেকে মাধ্যমিক এবং পূর্ব বর্ধমান জেলার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর হুগলির ইটাচুনা বিজয় নারায়ণ মহাবিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক(সাম্মানিক) এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উক্ত বিষয়ে স্নাতকোত্তর ও পরবর্তীতে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন তিনি।
বর্তমানে স্কুল শিক্ষকতার পাশাপাশি পরিমলবাবুর নেশা বইপড়া, গানশোনা, ফটোগ্রাফি। এছাড়াও অবসর সময়ে প্রচুর লেখালেখির কাজেও নিজেকে ব্যস্ত রাখেন। সোশ্যাল মিডিয়াতেও নিয়মিতভাবে সাহিত্য-সংস্কৃতির চর্চা করে যান।
সাহিত্যিক পরিমল চট্টোপাধ্যায়ের লেখালেখির শুরু বাল্যকালেই; মাত্র দশ বছর বয়সে স্কুল ম্যাগাজিনে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প। এরপর রাজ্যে এবং রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যত্রও শতাধিক বাণিজ্যিক ও অবাণিজ্যিক বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর নানান কবিতা, গল্প, প্রবন্ধ। পেয়েছেন বেশ কিছু স্মারক সম্মাননা। সাহিত্যচর্চার পাশাপাশি মঞ্চ সঞ্চালনা, আবৃত্তি এবং অভিনয়েও তাঁর বিশেষ নৈপুণ্যের ছাপ লক্ষ্য করা যায়।
ড.পরিমল চট্টোপাধ্যায়ের প্রকাশিত গ্রন্থগুলি হল, আলোর মুখ (২০০৭), রংবেরং (২০০৮), চাঁদ আজ উন্মাদের মতো হাসবে(২০১৩), ছড়াবুড়ো(২০১৮), হে মাটি, প্রণাম(২০২০), একদিন মানুষ ছিলাম(২০২০)। বর্তমানে তিনি ‘অংশুলা’ পত্রিকার সম্পাদনার দায়িত্বেও আছেন।
ড.পরিমল চট্টোপাধ্যায়
লাভপুর, বীরভূম
ই-মেল: chattopadhyayparimal350@gmail.com
প্রীতম ব্যানার্জী

১৯৯১ সালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে জন্মগ্রহণ করেন প্রীতম ব্যানার্জী। বাল্যকাল কাটে মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে। স্থানীয় ভগিনী নিবেদিতা শিশু শিক্ষা নিকেতন এবং পরবর্তীতে বহরমপুর জে.এন.একাডেমি থেকে পাঠগ্রহণের পর শ্রীপৎ সিং কলেজ থেকে রসায়ণে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রমণেও তাঁর শখ আছে। অবসর সময়ে লেখালেখি করেন, তবে সেইভাবে আগে কখনও প্রকাশ্যে আসেননি। তাঁর লেখা কবিতা এবং গল্প নিয়মিতভাবে নবতরু পত্রিকায় প্রকাশিত হচ্ছে।
প্রীতম ব্যানার্জী
কলকাতা
ই-মেল: banerjee.pritam617@gmail.com
মইদুল ইসলাম

সাহিত্যিক মইদুল ইসলাম ১৯৮৩ সালে তাঁর মাতুলালয়ে অর্থাৎ বীরভূম জেলার দুবরাজপুর থানার ঝিরুল গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর নিজ গ্রামে আকোনা প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে ঘুরিষা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ইলামবাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ইংরাজী ও ভূগোল দুটি বিষয়ে পৃথকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষক হিসাবে মইদুল ইসলাম বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তাঁর শখ কবিতা লেখা এবং অবসর সময়ে মাছ ধরা। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন।
সাহিত্যিক মইদুল ইসলামের কবিতা লেখার সূচনা হয় কলেজে পড়ার সময় থেকেই, তখন থেকেই বেশ কিছু ছোটগল্পও লিখে ফেলেছেন যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি এই নবতরু ই-পত্রিকার একজন নিয়মিত লেখক।
মইদুল ইসলাম
ইলামবাজার, বীরভূম
ই-মেল: minnatul2400@gmail.com
সোমা চ্যাটার্জ্জী

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে ১৯৭৪ সালে জন্ম সোমা চ্যাটার্জ্জীর। সেখানেই লেখাপড়া শিখে কাটোয়া কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে বিবাহ সূত্রে ওখানেই থাকেন। ঘর সাজাতে ও বেড়াতে যেতে যেমন ভালোবাসেন তেমনই নিজের হাতের তৈরি রান্নাবান্নাও করতে ভালোবাসেন। ছেলে, মেয়ে, স্বামী, সংসার নিয়ে ব্যস্ততার মধ্যেও আপন সৃষ্টিতে মেতে থাকেন সর্বদা। বর্তমানে তিনি পাঠকদের মনোরঞ্জনের জন্য এই নবতরু ই-পত্রিকার রান্নাবান্না বিভাগে নিয়মিতভাবে লেখালেখি করে চলেছেন।
সোমা চ্যাটার্জ্জী
কাটোয়া, পূর্ব বর্ধমান
ই-মেল: csoma5760@gmail.com
ক্রমশ…