
যাপন গাথা: চাঁদ রায়
বাবুই বাসা বানাতে বানাতে প্রচেষ্টায় ব্যর্থতা খোঁজে না। এক আকাশ আলোর বন্যা শত শত আলোক বর্ষ দূরে নক্ষত্রের খোঁজে কবি। অসীম রেখা টেনে যায় একটি একটি সৌরদিন খসে পড়ে মাথা থেকে জীবনের কথা সে বোঝে। পদ্ম মুদে নেয় পাপড়ি একে একে দূরে যায় চলে।