Recent Post

মেঘ: জয়তী সমদ্দার

মেঘ: জয়তী সমদ্দার

আকাশের এক চিলতে মেঘ
কখনো থামে,কখনো থাকে ভেসে
আবার কখনো যায় সকলেই সকলের সাথে মিশে
এ সবই ধোঁয়াশা
তবু এটুকু নিয়েই মানুষের যত আশা।

কখনো সে বৃষ্টি নামায়
কখনো দেয় খরা
আবার কখনো দেয় সে মনে
শরতেরই সাড়া।

এত বড়ো আকাশের এক কোণে মেঘ
এক কোণ মেঘবিহীন
সেখানেতে বালির ভূমি
আকাশ থাকে মলিন
গোবি-সাহারাকে নিয়ে করে প্রবঞ্চনা
চেরাপুঞ্জী মোসিনরামে তার ঠিকানা।

Author

  • জয়তী সমদ্দার

    হুগলি জেলার রিষড়ায় ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন জয়তী সমদ্দার। ছোটোবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম হাতের কাজ, নাচ প্রভৃতি চর্চা করতে ভালোবাসেন তিনি। রিষড়ার 'বিবেকানন্দ শিশুতীর্থ' বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে কোন্নগরের 'নবগ্রাম হীরালাল পাল বালিকা বিদ্যালয়'-এ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর শ্রীরামপুর কলেজ থেকে স্নাতক এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাঠ সম্পূর্ণ করেন। ছোটোবেলা থেকে খেলাধুলা করতে খুব ভালোবাসেন তিনি। এছাড়াও নানান সামাজিক কাজকর্মে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা করেন। লেখালেখির সঙ্গে নাচ, গান, বাগান তৈরি ও গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসেন গৃহবধূ জয়তী সমদ্দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন