Recent Post

মেঘলা আকাশ: রাজীব দাস

মেঘলা আকাশ: রাজীব দাস

কবিতা যখন গান খোঁজে রোজ
আমি খুঁজি তোমায়
শুচি হোক তার কিরণ জ্যোতি
জীবন মৃত্যু ছোঁয়ায়।

গোলাপ শুকায় মিথ্যে স্মৃতির ভিড়ে
রাতের হাসি নেয় না দিনে খোঁজ
প্রতিশ্রুতি একলা কোণে কাঁদে
মিথ্যে কথায় পাহাড় বোনা রোজ।

হৃদয় মাঝে জায়গা দিতে তাকে
বাড়াও মন হাজার পরিসর
পরিণতি ভালোবাসায় পেতে
প্রয়োজন খুব ভাগ্যরেখার জোর।

এত ঝড় কেন উড়ছে মনের ঘরে?
স্বপ্ন হয়ে ঝরছে বৃষ্টি কণা
মেঘলা আকাশ গুমোট, নিশ্চুপ
সব হারানোর গল্প আজ জানা।

কালোমেঘ জুড়ে কান্নার রোল শোনো
স্মৃতির পাতায় তবুও তুমি নাই
কত কথা শুধু জমে রোজ মেঘ জুড়ে
শ্রাবণ ধারায় আমি বড় অসহায়।

কালোমেঘ আজ টুপ টাপ করে
স্বপ্ন ঝরিয়ে ক্লান্ত
বুকের ভিতর জমাট বাদল
ফুঁপিয়ে কেঁদে শ্রান্ত।

Author

  • রাজীব দাস

    কবি রাজীব দাসের জন্ম ১৯৯৫ সালে বীরভূম জেলার লাভপুর থানার বিপ্রটিকুরী গ্রামে। ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ রাজীব দাস পরবর্তীতে বি.এড ডিগ্রি অর্জন করেন; বর্তমানে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত। পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পছন্দ করেন কবিতা লিখতে ও পাঠ করতে। তাঁর কথায়, "ভালোবাসি লিখতে.....প্রেমে ভালোবাসায় থাকতে।" বর্তমানে এক সম্ভাবনাময় লেখক হিসাবে 'নবতরু ই-পত্রিকা'য় তাঁকে দেখা যাচ্ছে।

2 thoughts on “মেঘলা আকাশ: রাজীব দাস

  1. কবিতায় তুমি আমি,মন কে খুঁজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন