
সজল বাতাসে শব্দহীন স্নেহের পরশ রাতের শ্বেত-শুভ্র ফুল ছড়ায় সুঘ্রাণ, জীবনকে ভালোবেসে। ভয় পাই কেঁপে ওঠে বুক আমি চাই বা না চাই একদিন সে আসবেই আমার কাছে, সঙ্গী হতে হবে তাঁর সাথে সব কিছু ফেলে রেখে!
সজল বাতাসে শব্দহীন স্নেহের পরশ রাতের শ্বেত-শুভ্র ফুল ছড়ায় সুঘ্রাণ, জীবনকে ভালোবেসে। ভয় পাই কেঁপে ওঠে বুক আমি চাই বা না চাই একদিন সে আসবেই আমার কাছে, সঙ্গী হতে হবে তাঁর সাথে সব কিছু ফেলে রেখে!
আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
শিমুল গাছের মগডালে।
বেশ বড়ো জুলফিটা শৈলেন্দর সিং
রোজ ভোরে খুব নাচে ধিং তাক ধিং!
ঝাঁকড়া চুল রাখে বটে সম্বরম হরি
কোমরেতে বেঁধে রাখে মোটা এক দড়ি!
নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া
রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও….
আলো আঁঁধারির পথে
ফোকাস হয়ে উঠেছে সময়
কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে
ভালো থাকিস ‘কথাকলি’