Recent Post

মৃত্যু: বিবেক পাল

মৃত্যু: বিবেক পাল
মৃত্যু: বিবেক পাল
সজল বাতাসে
শব্দহীন স্নেহের পরশ 
রাতের শ্বেত-শুভ্র ফুল  
ছড়ায় সুঘ্রাণ, জীবনকে ভালোবেসে।

ভয় পাই 
কেঁপে ওঠে বুক 
আমি চাই বা না চাই 
একদিন সে আসবেই আমার কাছে,
সঙ্গী হতে হবে তাঁর সাথে
সব কিছু ফেলে রেখে!

Author

  • বিবেক পাল

    ১৯৬২ সালে দার্জিলিং জেলার শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন কবি বিবেক পাল। শৈশব ও কৈশোর কাটে চরম দারিদ্র্যের মধ্যে। শিলিগুড়ি নীলনলিনী বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক পাঠ সম্পূর্ণ করেন শিলিগুড়ি বয়েজ হাইস্কুল থেকে। বাড়ির জ্যেষ্ঠ সন্তান হওয়াতে সংসারের দায়িত্ব-ভার কাঁধে তুলে নিতে হয় অল্প বয়সেই। স্কুল জীবন থেকেই আবৃত্তি ও নাটকের প্রতি ছিল তাঁর বিশেষ ঝোঁক। স্কুলের রজত জয়ন্তী বর্ষে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যুগ্ম প্রথম স্থান অধিকার করেন, এবং নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। স্কুল জীবন থেকেই আবৃত্তি, নাটক, তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদিতে অংশগ্রহণ করতে করতে কবিতার প্রতি অনুরাগ জন্মায় তাঁর। স্কুল জীবনে আলিপুর দুয়ারের একটি লিটিল ম্যাগাজিনে তাঁর কবিতা প্রকাশিত হয়। তখন একটি পত্রিকার সঙ্গেও বিশেষভাবে জড়িত ছিলেন তিনি। দীর্ঘ এক দশক ধরে কবিতা লেখা চেষ্টা করে চলেছেন। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশকিছু লিটিল ম্যাগাজিনে ও ই-পত্রিকাতে নিয়মিত কবিতা প্রকাশিত হচ্ছে। ব্যক্তি জীবনে একজন ছোট ব্যবসায়ী কবি বিবেক পাল বর্তমানে নবতরু ই-পত্রিকায় লিখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ
কবিতা / ছড়া

আসাদের রক্তাক্ত শার্ট: অজিত কুমার সিংহ 

    আসাদের রক্তাক্ত শার্ট ঝুলছে আজ
    শিমুল গাছের মগডালে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক
    কবিতা / ছড়া

    ওরা পাঁচজন: গোবিন্দ মোদক

      বেশ বড়ো জুলফিটা শৈলেন্দর সিং
      রোজ ভোরে খুব নাচে ধিং তাক ধিং!

      ঝাঁকড়া চুল রাখে বটে সম্বরম হরি
      কোমরেতে বেঁধে রাখে মোটা এক দড়ি!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      কথাকলি(৮): তীর্থঙ্কর সুমিত

        নিঝুম-নিঃশব্দে ঘুমিয়ে পড়েছে পাড়া
        রাত বাড়ার সাথে সাথে জোনাকিরাও….
        আলো আঁঁধারির পথে
        ফোকাস হয়ে উঠেছে সময়
        কিছু মুহূর্ত শিরদাঁড়া উঁচু করে বলে
        ভালো থাকিস ‘কথাকলি’

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন