Recent Post

মৃত্যুর মতো জানলা খুলে: সামিয়েল সহেল মণ্ডল

মৃত্যুর মতো জানলা খুলে: সামিয়েল সহেল মণ্ডল

মৃত্যুর মতো জানলা খুলে: সামিয়েল সহেল মণ্ডল

নীলাভ অন্ধকার আমাকে ছুঁলো
কালবৈশাখী ঝড়ের মতন,
রাত জাগার নিষিদ্ধতায় হারিয়ে যেতে যেতে!
নির্লিপ্ত নেশার মতন।
এই অন্ধকার—
খারন-এর নৌকার পথের মতো
স্বর্গের যাত্রাপথ নয়;
অথবা
প্রভাত ফেরীর গল্প নয়।
মেডুসার কাটা মুণ্ডু আনার আগ্রহ
আমার নেই।
এই পথ আমি নিজে বেছে নিইনি বোধহয়!
আমার উপন্যাসের পাণ্ডুলিপিতে,
এতো চরিত্রের সমাহার ছিল না।
আর সব মানুষের মতোই
লোহার শিকল বাঁধা রাস্তায়;
একরাশ খাবারের সাথে,
শুধু তোমাকেই পেতে চেয়েছিলাম;
নির্জনতা ভাগ করে নিতে
কোনো অপেক্ষার সারা দেব না বলেই।
এরপর
ঘুম এল, মৃত্যুর মতো জানলা খুলে॥

Author

  • সামিয়েল সহেল মণ্ডল

    গদ্য ছন্দে লেখা একের পর এক সৃষ্ট কবিতা যাঁর লেখনির গুণে অসামান্য হয়ে ওঠে সেই মানুষটি হলেন পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুরের সামিয়েল সহেল মণ্ডল। কবি সামিয়েল সহেল মণ্ডলের জন্ম ১৯৮৭ সালে। মুরাতিপুরের মাটিতেই তাঁর বড়ো হয়ে ওঠা, মাধ্যমিক উত্তীর্ণ হন আল আমীন মিশন থেকে। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরুয়ার বি এম ডি পি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর চন্ডীদাস মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলা এবং ইতিহাস এই দু'টি বিষয়ে তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তাঁর শখ বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। নিজের সৃষ্টির জগতে যথেষ্ট ভাবনা চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। যদিও নিজেকে খামখেয়ালী স্বভাবের মানুষ হিসাবে দেখতেই পছন্দ করেন তিনি। নবতরু ই-পত্রিকায় তাঁর লেখা কবিতাগুলি পাঠক হৃদয় জয় করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

      আজ প্রহর শান্ত, রাত মধ্যম
      নিবিড় বর্ষায় আভাসে
      সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
      কবিতা / ছড়া

      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

        ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
        প্রশান্তি আনে তর ছোঁয়া।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন