
মৃণ্ময়ী: নীলাঞ্জনা সরকার
বন্য আদিম এখনো সেই প্রথম দিনের মতো... নিস্তব্ধতা কুঁড়ে খায় সবুজের সন্ধানে। জোনাকি যেখানে আলো, ঢাকের বাদ্যি সেখানে শুধুই বিলাসিতা! তবু চোখ দেখে শিউলির সকাল, পুজোর গন্ধ ভোলায় অতীত। এমনি এক ভোরে শব্দের অনুভূতিরা চোখ মেলে, দেখে— আবির রাঙা সলজ্জ গালে আরশি পানে তনয়া। মৃণ্ময়ী খোঁজে সে নিজের মধ্যে, পায়— শুধু ঝোড়ো হাওয়া। এলোমেলো আঁচলে বেপরোয়া সত্ত্বাগুলোর নির্ভেজাল স্বাধীনতা।।