Recent Post

মৃণ্ময়ী: নীলাঞ্জনা সরকার

মৃণ্ময়ী: নীলাঞ্জনা সরকার

বন্য আদিম এখনো সেই প্রথম দিনের মতো...
নিস্তব্ধতা কুঁড়ে খায় সবুজের সন্ধানে।
জোনাকি যেখানে আলো,
ঢাকের বাদ্যি সেখানে শুধুই বিলাসিতা!
তবু চোখ দেখে শিউলির সকাল, 
পুজোর গন্ধ ভোলায় অতীত।
        
এমনি এক ভোরে 
শব্দের অনুভূতিরা চোখ মেলে, দেখে—
আবির রাঙা সলজ্জ গালে আরশি পানে তনয়া।
মৃণ্ময়ী খোঁজে সে নিজের মধ্যে, পায়—
        শুধু ঝোড়ো হাওয়া।
        এলোমেলো আঁচলে বেপরোয়া সত্ত্বাগুলোর
         নির্ভেজাল স্বাধীনতা।।

Author

  • নীলাঞ্জনা সরকার

    কলকাতায় জন্ম হলেও লেখিকা নীলাঞ্জনা সরকার বর্তমানে মুম্বাই প্রবাসী। নিজের ব্লগে নিয়মিত লেখেন এছাড়াও বিভিন্ন পত্রিকা, অন্তর্জাল পত্রিকায় গল্প এবং কবিতা লেখার সাথে যুক্ত। মুম্বাইয়ের 'সহচরী' নাচের গ্রুপের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। প্রকাশিত হয়েছে একক গল্পসমগ্র 'কুহক' এবং যৌথ গল্পসমগ্র 'কল্পনার গল্পকথা'। লেখালেখির পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন