Recent Post

মিলনরেখা: অর্ণব মিত্র

[]এক[]

প্রচেতা ঘরের সব কাজগুলো সেরে সবেমাত্র বসল একটু বই নিয়ে ঘড়িতে তখন রাত একটা দশ। দু’দিন ধরে কলেজে যাওয়া হচ্ছে না মায়ের জ্বরের কারণে। তাছাড়া ওর স্টুডেন্টগুলোর সবার পরীক্ষা।

প্রচেতা অনন্তপুরের ছোট্ট এক মফস্বলের মেয়ে। ওর বাবা প্রোস্টেট ক্যান্সারে ক্লাস ইলেভেনে মারা যায়। তারপর থেকেই প্রচেতা অন্যরকম হয়ে যায়। সব সময় বই আগলে বসে থাকে। পড়াশোনা আর মা ছাড়া ওর জীবনে আর কারোর জায়গা নেই। জায়গা রাখতেও চায়না ও। মা ছাড়া ওর কাছে এ বিশ্ব অন্ধকার। প্রচেতা প্রেসিডেন্সিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। সামনের মাসে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। ওকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতেই হবে।

অনন্তপুর ওর কাছে একটা বদ্ধ জগত। যেখানে ওর জন্য আলোর প্রবেশ নিষেধ। সেই আলোর প্রবেশের জন্যই ও নিরন্তর দরজা খোঁজার চেষ্টা করছে। ওর মাকে লোকে যখন ‘ঝি’ বলে তখন ওর রাগে গা জ্বলে যায়। তবে আর বেশিদিন নেই সামনে আসছে ইচ্ছাপূরণের হাতছানি।

পড়তে পড়তে কখন রাত ঘনিয়ে এসেছে ওর খেয়াল নেই। ঘুপচি ঘরটার গাম্ভীর্য ভাঙল ওর মায়ের কথায়, ” হ্যাঁ রে মা, একটু ভাববি না তুই? অত ভালো সম্বন্ধ, না করার আগে একবার ভাব.. তোর মায়ের এই মর-মর অবস্থা.. ছেলে তো ভালো বাড়ির। তাছাড়া রেলে চাকরি… আর সব থেকে বড় কথা তুই যতদূর পড়তে চাস ওদের বাড়ি তোকে পড়াবে। তুই চাকরি-বাকরি করবি!”

শেষের কথাটা প্রচেতার কাছে বিদ্যুতের মত ঝলসে উঠল। যতদূর পড়তে চায় পড়তে দেবে! পড়াশোনার খরচ দেবে? ও তো পড়তেই চায় অনেক দূরের স্বপ্ন ওর…

“আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী!”

                               []দুই[]

“বুড়ো লোকটার কোনো কান্ডজ্ঞান নেই সে তো আমি আগে থেকেই জানি। তোর জ্ঞানচক্ষু যদি না খোলে আমি কোথায় যাব? কলেজে যাবি তাড়া আছে মানলাম তা বলে তুই কি নিজের ঘরটা একটু গুছিয়ে রাখবি না? মা বেঁচে আছে তাই এত হেলাফেলা…তাইতো! মা মরলে তুই বুঝবি মা কি জিনিস ছিল!”

একদমে এতগুলো কথা বলে অন্তিকের মা এবার একটু শান্ত হল।

এবার বইয়ের থেকে মুখটা না তুলে পারল না অন্তিক। মাকে জড়িয়ে ধরে বলল,”আহ! আমার সেমিস্টার চলছে আর তুমি এসব কি কথা বলছ? শেষ পরীক্ষা, আজও তোমায় এসব বলতে হবে! এত সহজেই তুমি চলে যাবে … আর আমরা যেতে দেব নাকি। গেলে আমি তুমি একসাথেই যাব!”

“ধ্যাৎ পাগল! এসব বললে হয়.. আমি তো এক দিন যাবই.. সারাদিন কত চিন্তায় থাকি বলতো! তোর বাবার ওইটুকু নামমাত্র পেনশনে আর কি চলে? কীভাবে যে এই সংসারটা চলছে বুবাই তা আমিই..”

“মা প্লিজ। এমন করছ যেন আমি কিছুই কন্ট্রিবিউট করিনা… আমি একটা বেশ ভাল মাইনের চাকরি করছি সবে। তাছাড়া এতগুলো স্কলারশিপ…”

” থাক হয়েছে! ভালো কথা… তোর বার্লিন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কবে? জানিস বুবাই তুই যদি বিদেশে যাস, আমি আর তোর বাবা একসঙ্গে প্রতিদিন হইহই করে প্রভাতফেরি করব.. কিন্তু তুই যে বিদেশে পড়বি অত টাকা কোত্থেকে আসবে?”

“মা নো চাপ! এভরি প্রবলেম হ্যাজ ইটস স্কলারশিপ ফর মি।”

কলেজে আসতে আসতে অন্তিকের মাথায় অনেক কিছু কথা ঘুরতে থাকছিল। মা কেন এত মরে যাওয়ার কথা বলে সারাদিন? হ্যাঁ, শরীর বেশ ভালো নেই সিটি স্ক্যান করতে হবে সামনের মাসে…

“এই অন্তিক… গুড মর্নিং! কী এক্সাম রে আজকে তোর?”

কলেজ প্রাঙ্গণে ঢুকতেই অঙ্গনের মুখোমুখি হল অন্তিক। অন্তিক ওকে একদমই সহ্য করতে পারে না। অঙ্গন জ়ুওলজির ছেলে। ছেলে হলেও মেয়েদের মতই স্বভাব। কোমরে হাত দিয়ে ঝগড়া করা, সব স্টুডেন্টদের সাথে শয়তানি, সব সময় নিজের মতামত জাহির করা, অন্য লোকদের নিয়ে সমালোচনা করা এইসব নারীসুলভ বৈশিষ্ট্যই ওর নেশা। অন্তিকের সেই ছোটবেলার বন্ধু ছিল সৃজন। সেই ছেলেটাও এর সঙ্গে তাল মিলিয়ে আজ বেইমানি করছে। জগতটাই বেয়াদবে ভরে গেছে।

অঙ্গনকে কোনোভাবে এড়িয়ে ও সোজা পরীক্ষা হলে ঢুকতে যাবে, ওকে প্রচেতা ডাকলো, “শুনবেন, আপনার সাথে একটু দরকার আছে আমার। আসলে আমার একটা সাহায্য দরকার।”

“আরে তুমি! এই প্লিজ আমায় আপনি আজ্ঞে করবে না। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার চারটে বছর গেল, এবার তো একটু এই অভ্যেসটা পালটাও। এটা কলেজ বস আমরা সবাই তুই-তোকারি করি। তুমি যদি তুই বলতে আনইজ়ি ফিল করো তাহলে ‘তুমি’ বলো।” কথাগুলো শেষ করে ব্যাগ থেকে বোর্ড, এডমিট কার্ড আর এডমিট কার্ড বের করল অন্তিক।

“আচ্ছা। বলছি যে আমার না কয়েকটা ক্যালকুলাসের সমস্যা হচ্ছে। তোমার নিউমেরিক্যালসে মাথা খুব ভালো। আজ তো শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ হয়ে গেলে আমার হাতে এক ঘন্টার মতন সময় আছে তুমি একটু লাইব্রেরিতে আসতে পারবে? তাহলে কয়েকটা ডাউট ক্লিয়ার করা যেত একসাথে।”

ওদের মধ্যে খুব একটা কথার আদান-প্রদান হয়নি এই চার বছরে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর অবাধ্য ক্যালকুলাসগুলোই ওদের মধ্যেকার সাঁকো। কলেজের লোকমুখে ওরা নাকি ভয়ানক প্রতিদ্বন্দ্বী। তাও অন্তিক যতবার প্রচেতার সাথে কথা বলে ওর ততোবারই মনে হয় পৃথিবীর কোনও এক হিমবাহ থেকে আবার বরফ গলা শুরু হল।

(ক্রমশ)

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আয়নাবন্দি: জিৎ সরকার (১/১২ পর্ব)
গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

আয়নাবন্দি: জিৎ সরকার

    গাড়িটা যখন বড়ো গেটের সামনে এসে দাঁড়াল তখন শেষ বিকেলের সূর্য পশ্চিমাকাশে রক্তাভা ছড়িয়ে সেদিনকার মতো সন্ধ্যেকে আলিঙ্গন করার প্রস্তুতি নিচ্ছে।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার
    গদ্য- সাহিত্য গল্প ধারাবাহিক গল্প

    অসুর মর্দন(একাদশ পর্ব): জিৎ সরকার

      ভিড়টা মোড়ের বাঁকে অদৃশ্য হতেই শ্রী ঘরের দিকে ফিরতে উদ্যত হল, হঠাৎ নীচের দরজায় আওয়াজ উঠল। বাধ্য হয়েই অভিমুখে বদলে শ্রী নীচে এসে দরজা খুলল। দেখল ঋজু দাঁড়িয়ে, মুখে একটা হাসি খেলছে। এই হাসিটা একদিন ফিরে এসে শ্রী কিন্তু লক্ষ্য করেনি

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ধারাবাহিক গল্প

      অসুর মর্দন(১০ম পর্ব): জিৎ সরকার

        এতক্ষণে তমাল মুখের কঠিন রেখাগুলো অনেকটা সহজ হয়ে এসেছে, সে মৃদু হেসে বলে, “দ্যাখ পারব কি পারব না সেটা তো এখনি বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, একটা চেষ্টা করে দেখাই যাক, পরেরটা না-হয় পরেই বুঝে‌ নেব।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন