
মা জননী: আইনুল হক
মাগো তুমি বাজার থেকে আনলে কিছু কিনে? কোনও কিছুই খাওনি কেন আজকে সারাদিনে? আমাকে তো খাইয়ে দাইয়ে বেশ তো ভালোই রাখো সারাটা দিন না খেয়ে মা কেমন করে থাকো? খেলতে গিয়ে রোজ বিকেলে দেখতে আমি পাই পাশের বাড়ির ছোট কাকিমা অনেক কিছু খায়। আমরা তো মা গরিব মানুষ খুব কিছু চাই না তবুও কেন সময় মতো দুবেলা ভাত পাই না? বড় হয়ে মুছিয়ে দেব তোমার চোখের কান্না, পাশের বাড়ির মতো আমরা রোজ করব রান্না।