মায়া ভরা ক্ষণস্থায়ী বিশ্ব ব্যাপে সবাই
দ্বীনের পথে চলতে মনের রিপু করি জবাই
সময় এলে মরতে হবে সকল কিছু ছেড়ে
ক্ষমতাধর হোক না যত যাবে সবাই হেরে
মাটির দেহ মাটি হবে মিশবে মাটির গায়ে
ভবিতব্য আসতে থাকবে ধীর লয়ে পায়ে
হিসাব হবে পাপ ও পূণ্যের তূলাদণ্ডে ধরে
পার্থিব কালে আয় না হলে যাবে অগ্নিঘরে
পূণ্য যত করতে হবে কামাই বিশ্বে থেকে
সম্ভব হবে চললে সরল পথে মনকে রেখে
সত্যের কামাই খেতে হবে তৃপ্তি নিয়ে অল্প
জপতে হবে আল্লাহর নাম সাথে নবীর গল্প
এ অবস্থায় মৃত্যু হলে ওপার পাবে শান্তি
স্বর্গে গিয়ে শুধু আরাম হবে নধর কান্তি
উলটো হলে উলটো হয়ে পুড়বে মাটির কায়া
মাথার উপর রবে নাকো কোনো রকম ছায়া।
একাধারে কবি ও লেখক রানা জামান ১৯৬০ সালে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এমএসসি, এলএলবি ও এমবিএ উত্তীর্ণ হয়ে সরকারি দফতরে চাকরি করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অতিরিক্ত সচিব)। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে। এ-যাবৎ তাঁর ৯৩ টি বই প্রকাশিত হয়েছে, দু'টি ইংরেজি কবিতার বইও আছে।