Recent Post

মরা তিমির মত: সামিয়েল সহেল মণ্ডল

 মরা তিমির মত: সামিয়েল সহেল মণ্ডল

মরা তিমির মত
পড়ে থাকে দ্বীপ, বালুকাবেলায়
অস্থিসার, ঘর সংসার পড়ে থাকে

যতকাল, একটু সকাল হবার আশা ছিল
পায়ে দড়ি বেঁধে শিউলির দল
বেঁচে ছিল
আর ছিল অস্থিসার খেজুরের গাছ 
বিশাল এক বটগাছের ঝুরি, 
নেমে গেছে মশলার দ্বীপে
নেমে গেছে পাথরের খাঁজে

ছোটো ছোটো অজস্র চামচ ভিড় করে আসে
থর থর কাঁপে আর
চিনি ঢালে চায়ের কাপে

মরা তিমির মত
পড়ে থাকে দ্বীপ
গিরি শিখরে পৌঁছুতে না পেরে
অবসন্ন;
নদীর ধারার মত
ক্লান্ত, ক্লান্ত, ক্লান্ত উদাসীন

Author

  • সামিয়েল সহেল মণ্ডল

    গদ্য ছন্দে লেখা একের পর এক সৃষ্ট কবিতা যাঁর লেখনির গুণে অসামান্য হয়ে ওঠে সেই মানুষটি হলেন পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুরের সামিয়েল সহেল মণ্ডল। কবি সামিয়েল সহেল মণ্ডলের জন্ম ১৯৮৭ সালে। মুরাতিপুরের মাটিতেই তাঁর বড়ো হয়ে ওঠা, মাধ্যমিক উত্তীর্ণ হন আল আমীন মিশন থেকে। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরুয়ার বি এম ডি পি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর চন্ডীদাস মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলা এবং ইতিহাস এই দু'টি বিষয়ে তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তাঁর শখ বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। নিজের সৃষ্টির জগতে যথেষ্ট ভাবনা চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। যদিও নিজেকে খামখেয়ালী স্বভাবের মানুষ হিসাবে দেখতেই পছন্দ করেন তিনি। নবতরু ই-পত্রিকায় তাঁর লেখা কবিতাগুলি পাঠক হৃদয় জয় করে নিয়েছে।

2 thoughts on “মরা তিমির মত: সামিয়েল সহেল মণ্ডল

  1. জিবন্ত কবিতায় কলম কবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
কবিতা / ছড়া

সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

    বারবার আমিও ফিরে আসি
    পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
    দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

      শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
      শৈশব মাখা স্মৃতিতে।
      ভাবনার মেঘে রংধনু আঁকা
      বকের পাখায় লাগে তাই
      ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
      কবিতা / ছড়া

      অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

        থমকে দাঁড়িয়ে আছি
        ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন