Recent Post

মন ছুঁয়ে বলতে চাওয়া: মইদুল ইসলাম

মন ছুঁয়ে বলতে চাওয়া: মইদুল ইসলাম

মন ছুঁয়ে বলতে চাওয়া: মইদুল ইসলাম

বছর ঘুরে বছর আসে
শীত শেষে বসন্ত,
আর তুমি তো...
ঘোর তমসা অন্ধকারে খুঁজতে খুঁজতে
এক চিলতে বাসার সন্ধানে,
খুব বেশিদিনের কথা নয়,
হয়তো, বাহান্ন ভাগের দুই ভাগ হবে।

হয়তো, হ্যাংলা কিংবা রক্ত পিশাচ বলতেই পারো।
কিন্তু কি তাই?
অনেক কথার মাঝে কথা আটকে 
ওষ্ঠ আর জিহ্বা একে একাকার।
শুধু মননে, অনুভবে আর চেতনায়
মন ছুঁয়ে হাজার কিছু বলতে চাওয়া।

Author

  • মইদুল ইসলাম

    মইদুল ইসলাম ১৯৮৩ সালে তাঁর মাতুলালয়ে অর্থাৎ বীরভূম জেলার দুবরাজপুর থানার ঝিরুল গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর নিজ গ্রামে আকোনা প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে ঘুরিষা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ইলামবাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ইংরাজী ও ভূগোল দুটি বিষয়ে পৃথকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষক হিসাবে মইদুল ইসলাম বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তাঁর শখ কবিতা লেখা এবং অবসর সময়ে মাছ ধরা। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন। সাহিত্যিক মইদুল ইসলামের কবিতা লেখার সূচনা হয় কলেজে পড়ার সময় থেকেই, তখন থেকেই বেশ কিছু ছোটগল্পও লিখে ফেলেছেন যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি এই নবতরু ই-পত্রিকার একজন নিয়মিত লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

    শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
    শৈশব মাখা স্মৃতিতে।
    ভাবনার মেঘে রংধনু আঁকা
    বকের পাখায় লাগে তাই
    ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
    কবিতা / ছড়া

    অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

      থমকে দাঁড়িয়ে আছি
      ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      দখিনা বাতাস: বিবেক পাল
      কবিতা / ছড়া

      দখিনা বাতাস: বিবেক পাল

        গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
        পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
        খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
        অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন