বছর ঘুরে বছর আসে
শীত শেষে বসন্ত,
আর তুমি তো...
ঘোর তমসা অন্ধকারে খুঁজতে খুঁজতে
এক চিলতে বাসার সন্ধানে,
খুব বেশিদিনের কথা নয়,
হয়তো, বাহান্ন ভাগের দুই ভাগ হবে।
হয়তো, হ্যাংলা কিংবা রক্ত পিশাচ বলতেই পারো।
কিন্তু কি তাই?
অনেক কথার মাঝে কথা আটকে
ওষ্ঠ আর জিহ্বা একে একাকার।
শুধু মননে, অনুভবে আর চেতনায়
মন ছুঁয়ে হাজার কিছু বলতে চাওয়া।
মইদুল ইসলাম ১৯৮৩ সালে তাঁর মাতুলালয়ে অর্থাৎ বীরভূম জেলার দুবরাজপুর থানার ঝিরুল গ্রামে জন্মগ্রহণ করেন। এরপর নিজ গ্রামে আকোনা প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে ঘুরিষা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক উত্তীর্ণ হন। ইলামবাজার উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ইংরাজী ও ভূগোল দুটি বিষয়ে পৃথকভাবে স্নাতক ডিগ্রি লাভ করেন। শিক্ষক হিসাবে মইদুল ইসলাম বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। শিক্ষকতার পাশাপাশি তাঁর শখ কবিতা লেখা এবং অবসর সময়ে মাছ ধরা। এছাড়াও নানান সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখেন।
সাহিত্যিক মইদুল ইসলামের কবিতা লেখার সূচনা হয় কলেজে পড়ার সময় থেকেই, তখন থেকেই বেশ কিছু ছোটগল্পও লিখে ফেলেছেন যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি এই নবতরু ই-পত্রিকার একজন নিয়মিত লেখক।