
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া, প্রশান্তি আনে তর ছোঁয়া। স্বচ্ছ আকাশ মেঘেরা একা, পুরাতন নগরে আবার দেখা। চায়ের কাপে নিস্তব্ধ আলাপ, ভ্রান্ত হৃদয়ে সুখের সংলাপ। হোক ব্যাথা শ্লোকে সঞ্চয়, ক্লান্ত হৃদয় ভ্রান্তিতে পরাজয়।
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া, প্রশান্তি আনে তর ছোঁয়া। স্বচ্ছ আকাশ মেঘেরা একা, পুরাতন নগরে আবার দেখা। চায়ের কাপে নিস্তব্ধ আলাপ, ভ্রান্ত হৃদয়ে সুখের সংলাপ। হোক ব্যাথা শ্লোকে সঞ্চয়, ক্লান্ত হৃদয় ভ্রান্তিতে পরাজয়।
শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
শৈশব মাখা স্মৃতিতে।
ভাবনার মেঘে রংধনু আঁকা
বকের পাখায় লাগে তাই
ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট
থমকে দাঁড়িয়ে আছি
ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!