Recent Post

ভুলে যায়: রানা জামান

ভুলে যায়: রানা জামান

ভুলে যায়: রানা জামান

যেতে চায় নিত্য নদীর ওপারে
স্রোতের হিংস্রতা বিক্রমে গুঁড়িয়ে
যাবেই এমন পণ থাকে
ছ্যাঁকা খাওয়া প্রেমিকের
প্রেমিকার স্মৃতি কচ্ছপের জেদ হয়ে
বীজ বুনে খরগোশ গতির
ওপারের শঙ্কা প্রকৃতি উড়ান ছু হয়ে
লাগায় অভিযানে নয়া মাত্রা
মনের আকুলি বিকুলি পালক লেগে অনুরাগে
ভুলে হিসাবের কড়া ক্রান্তি
ফরহাদের পাহাড় কাটার পরিশ্রম
অন্তে মিথ্যে খবরের মৃত্যু
ওপারে বিরাগ খর্গ হাতে লাল চোখ
দেখানোয় সিদ্ধহস্ত হোক যতই না
প্রেমিকের যাত্রা থাকে দৃঢ় নোনা জল
অশ্রু ঝরে বানায় বিমূর্ত প্রচ্ছায়া গত সঙ্গমের
জলধির রাগ পায়ে দলে বিজয়ের
ডঙ্কা হাতে সন্মুখ সমরে
ভুলে যায় ময়না অপরের বাহুলগ্না
হয়ে গেছে অনেক আগেই
ভুলে যায় বিশ্ব বিপরীতে চলে গেছে
প্রেমিকার কক্ষ বিচ্যুতির সাথে
ভুলে যায় আইন এক্ষেত্রে
আপন গতিতে চলে খুব সহজেই
ভুলে যায় আগাপাশতলা ভুলে যায়।

Author

  • রানা জামান

    একাধারে কবি ও লেখক রানা জামান ১৯৬০ সালে বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। এমএসসি, এলএলবি ও এমবিএ উত্তীর্ণ হয়ে সরকারি দফতরে চাকরি করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা(অতিরিক্ত সচিব)। লেখালেখির সঙ্গে যুক্ত আছেন ছোটবেলা থেকেই। পাশাপাশি ভালোবাসেন সিনেমা দেখতে। এ-যাবৎ তাঁর ৯৩ টি বই প্রকাশিত হয়েছে, দু'টি ইংরেজি কবিতার বইও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
কবিতা / ছড়া

ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

    ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
    প্রশান্তি আনে তর ছোঁয়া।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম
    কবিতা / ছড়া

    সাঙাই মহব্বত: হামিদুল ইসলাম

      বারবার আমিও ফিরে আসি
      পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
      দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      স্মৃতির বৈশাখে: প্রিয়াংকা রায়

        শূন্যের মাঝে মরে খুঁজে খুঁজে
        শৈশব মাখা স্মৃতিতে।
        ভাবনার মেঘে রংধনু আঁকা
        বকের পাখায় লাগে তাই
        ধুলায় গোধূলি ছুঁয়ে যায় ঠোঁট

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন