Recent Post

ভুলে গেছি: জিৎ সরকার

ভুলে গেছি:

জিৎ সরকার

ভুলে গেছি; ভুলে গেছি তোমার মুখের আদলখানি
তুমিই কি সে, সত্যিই সে? আচ্ছা-
আমি তো সবকিছুই ভুলে গেছি।
যে সুর বেঁধেছিলাম গিটারে, ধুলোর স্তর পড়েছে-
তাতে সেই চেনা সুর, বাঁধা গৎ ভুলে গেছি।
শীতের বিকেলে গরম কফির মতো তোমার
উষ্ণ ঠোঁটের ছোঁয়া, সেই আস্বাদ ভুলে গেছি।
বাদলা দিনে বৃষ্টি মাথায় অপেক্ষা অন্তহীন,
সেই বাদলা দিনের ভেজা স্মৃতি, সেও ভুলে গেছি।
অনিশ্চয়তার সমুদ্রে খড়কুটোর মতো কিছু প্রতিশ্রুতি,
শেষ পর্যন্ত ব্যর্থ সমস্তই, অপূর্ণ, সে সব ভুলে গেছি।
কিছু দৃশ্য ফেরে এখনও চোখকে ব্যথা দিতে,
ইতিউতি ঘোরে বোবা দৃষ্টি দু-চোখে তোমায় চাইতে ভুলে গেছি।
মরীচিকা ‌ছোঁয়ার নেশায় ছুটছি নিরন্তর,
শুধু ফুটপাতে পাশাপাশি হাঁটতে ভুলে গেছি।
আসলে জীবন নিজেকে ভেঙেছে এত ভাগে;
আমার ভাগে কী পড়েছে, সেটাই ভুলে গেছি।
তুমিও ভুলে যেও, আমার গান, কবিতা, যা ভাবায়
তোমায়, উদাস করে এখনও, ভুলে যেও প্রিয়তমা,
ভুলে যেও; ভুলে যেও কারণ আমি ভুলে গেছি।
অন্তহীন ভোলার নেশায় আমি নেশাখোর, কে জানে!
ভুলতে ভুলতে হয়তো এবার নিজেকেই ভুলে গেছি।

Author

  • জিৎ সরকার

    নবতরু ই-পত্রিকার একদম জন্মলগ্ন থেকে নিয়মিত লেখালেখির সঙ্গে যারা যুক্ত আছেন তাঁদের মধ্যে লেখক জিৎ সরকার অন্যতম। ১৯৯৭ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করেন তিনি। এরপর বাল্যকাল এবং বড়ো হয়ে ওঠা নদীয়ার করিমপুরে। স্থানীয় করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে কৃষ্ণনাথ কলেজে জীববিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে করিমপুরেই থাকেন পেশায় ও নেশায় ছাত্র জিৎ সরকার। একই সঙ্গে চালিয়ে যাচ্ছেন লেখালেখির কাজও। জীববিদ্যাতে প্রথমশ্রেণিতে স্নাতক জিৎ সরকারের শখ প্রধানত লেখালেখি করা তছাড়াও বই পড়া, গান শোনা সিনেমা দেখা, রান্না করা, পুরোনো ইতিহাস ঘাটাঘাটি করা প্রভৃতিতেও উৎসাহ চোখে পড়ার মতো। তাঁর লেখালেখির জীবন শুরু কবিতা দিয়ে। তারপরেও কিছু কবিতা লেখা হয়েছে। তার মধ্যে কিছু সোস্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে। দুটি কবিতা দুটি ওয়েব ম্যাগাজিনেও প্রকাশিত হয়েছে। বর্তমানে পড়াশোনার পাশাপাশি লেখালেখি চলছে সমান তালে। এছাড়া ছবি আঁকা, ক্রিমিনোলজি সর্ম্পকে ধারনা প্রভৃতি বিষয়েও বিশেষ দক্ষ তিনি। তীক্ষ্ণ স্মৃতিধর জিৎ সরকারের লেখায় বুদ্ধিদীপ্তের ছাপ পরে লেখার পরতে পরতে।

One thought on “ভুলে গেছি: জিৎ সরকার”

  1. এক অবসাদ,কবিতার পটভূমিকায়।ভাল লাগল। তো🎉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন