Recent Post

ভিড় কমুক: সামিয়েল সহেল মণ্ডল

ভিড় কমুক: সামিয়েল সহেল মণ্ডল

আবেশহীন একটা সময় 
শব্দগুলো হারিয়ে যায়, কবিতার 
হারিয়ে যায় ব্যস্ততায়, অন্তর্লীন
অথবা 
ফাঁকা নাট্যমঞ্চের মতো
শিল্পের স্বাধীনতা খোঁজে। 
ঠিক অবকাশ নয় 
ক্ষুধার্ত অন্ধকার 

হঠাৎ 
কুয়াশা ছেঁড়া রোদে 
তোমাকে দেখি মাছরাঙাদের ভিড়ে 
মাঝ পুকুরে কলাপাতায়
পাত পেভ়েছে আকাশ। 
সংখ্যা 
সে তো নিছক অবয়বহীন সংখ্যা মাত্র 
তাই 
তারা গোনা বারণ। 

এখন, সবার কিছু বলার আছে
রক্ত লেখা হলুদ ছবি 
পায়ের কাছে ভিড় করেছে মহাকাশের রঙমশালে 
স্তম্ভে আঁটা।
ভিড় কমুক 
তবে তো যাব
সাথে নিয়ে যাব নৈঃশব্দ্য।

Author

 • সামিয়েল সহেল মণ্ডল

  গদ্য ছন্দে লেখা একের পর এক সৃষ্ট কবিতা যাঁর লেখনির গুণে অসামান্য হয়ে ওঠে সেই মানুষটি হলেন পূর্ব বর্ধমান জেলার মুরাতিপুরের সামিয়েল সহেল মণ্ডল। কবি সামিয়েল সহেল মণ্ডলের জন্ম ১৯৮৭ সালে। মুরাতিপুরের মাটিতেই তাঁর বড়ো হয়ে ওঠা, মাধ্যমিক উত্তীর্ণ হন আল আমীন মিশন থেকে। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন এরুয়ার বি এম ডি পি উচ্চ বিদ্যালয় থেকে। এরপর চন্ডীদাস মহাবিদ্যালয় থেকে স্নাতক ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন তিনি। বাংলা এবং ইতিহাস এই দু'টি বিষয়ে তিনি স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন। পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি তাঁর শখ বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। নিজের সৃষ্টির জগতে যথেষ্ট ভাবনা চিন্তার ছাপ লক্ষ্য করা যায়। যদিও নিজেকে খামখেয়ালী স্বভাবের মানুষ হিসাবে দেখতেই পছন্দ করেন তিনি। নবতরু ই-পত্রিকায় তাঁর লেখা কবিতাগুলি পাঠক হৃদয় জয় করে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

  থমকে দাঁড়িয়ে আছি
  ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

  বিশদে পড়তে এখানে ক্লিক করুন
  দখিনা বাতাস: বিবেক পাল
  কবিতা / ছড়া

  দখিনা বাতাস: বিবেক পাল

   গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
   পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
   খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
   অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

   বিশদে পড়তে এখানে ক্লিক করুন
   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
   কবিতা / ছড়া

   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন