Recent Post

ভালোবাসা: বসন্ত ঘোষ

কেউ জানে না সব সুখের পরেও বড় সুখটা কি? 

আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তিন…… এটি শুনে তুমি চোখ টিপে হাসলেও আমার করার কিছু নেই। একেবারে নির্লজ্জের মতো বলতেই হলো, প্রেমে পড়ে। এই তিনটির আমি কোনটিকে বড় বলি বুঝে উঠি না!

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022

জুলি আমার প্রেমিকা; সে বলে মায়ের কোলটাই বড়। আমি ওর মুখে হাত চেপে বলি -“এ মুহূর্তে ও কথা বলো না!” ও খুব অবাক হয়ে যায়। পলক না ফেলে তাকিয়ে থাকে আমার চোখে। ও যা ভেবেছিল ডাহা মিথ‍্যে, একেবারেই তা নয়। বুঝেছে, চোখ বড় নাজুক জিনিস। ভালোবাসা খুব গভীর করে বলতে পারে।

চোখ বোজা অবস্থায় আমি কপালে ওর হাতের স্পর্শ পেলাম।

ও কানে কানে বলল, কোনোটাই ছোট-বড় নয়। আসলে আমাদের মনটাই ছোট-বড় হয় বলেই…

Author

  • বসন্ত ঘোষ

    মালদা জেলার হবিবপুর থানার জামালপুর গ্রামে ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন কবি বসন্ত ঘোষ। জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠ গ্রহণের পর রাহুতাড়া সেন্ট থমাস উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাঠ সম্পূর্ণ করেন। এরপর কেন্দপুকুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন ও নিয়মিত সাহিত্যচর্চা করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-June-2022-13.jpg
অণু গল্প

জবাব: নির্মল কুমার দে

    শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    অণু গল্প

    পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

      রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      অবহেলা: নির্মল কুমার দে

        ফোনটাই হয়েছে কাল! না আর ভাবার সময় নেই, পরীক্ষার দুটো ঘন্টা পার হয়ে গেল কিন্তু ইতিহাসের যা উত্তর দিয়েছে তাতে মেরে কুটে পঁচিশ হতে পারে। নীলিমা   তাড়াতাড়ি করে বাকি প্রশ্নের উত্তর লিখতে লাগল

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন