
ভরা ও খালি: দেবাশিস পাড়ুই
আঁধার আলোয় শূন্য-পানে যে দিকে আমি চাই শূন্য তো নয় ভরা কেবল দেখতে আমি পাই। তুমি বলছ শূন্য হেথা শূন্য দশ দিশ ভাবছি বসে সেই কথাটি ভাবছি অহর্নিশ। শূন্য বলে হয় না কিছু কিছুতো ভরা থাকে তুমি বলো আধেক খালি আধেক ধরে রাখে।
ভরা ও খালি: দেবাশিস পাড়ুই
আঁধার আলোয় শূন্য-পানে যে দিকে আমি চাই শূন্য তো নয় ভরা কেবল দেখতে আমি পাই। তুমি বলছ শূন্য হেথা শূন্য দশ দিশ ভাবছি বসে সেই কথাটি ভাবছি অহর্নিশ। শূন্য বলে হয় না কিছু কিছুতো ভরা থাকে তুমি বলো আধেক খালি আধেক ধরে রাখে।
গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
আজ প্রহর শান্ত, রাত মধ্যম
নিবিড় বর্ষায় আভাসে
সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে