Recent Post

ব্যর্থ জীবন:মৃত্যুঞ্জয় হালদার

ব্যর্থ জীবন:মৃত্যুঞ্জয় হালদার

ব্যর্থ জীবন:মৃত্যুঞ্জয় হালদার

আদৌ বুঝি না কিছুই
বোঝার চেষ্টা করি মাত্র
আজও আমি ঠিক তেমনি
সবার অবুঝ ছাত্র।

নিজেকেই ঠিক বুঝতে নারি
আমি আমার কে?
কে আমাকে কতটুকু
বুঝলো বলো সে!

শব্দে জীবন জমিন মাপি
দুঃখে কাটে দিন
সুখ সেয়ানা পালায় ছুটে
বাড়ে কেবল ঋণ!

অধরাকে ধরতে পারা
আমার সাধ্য নয়
লুকোচুরি চলছে খেলা
ব্যর্থ জীবনময়।

Author

  • মৃত্যুঞ্জয় হালদার

    ১৯৮৩ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী থানার অন্তর্গত গদখালী গ্ৰামে কবি মৃত্যুঞ্জয় হালদার জন্মগ্রহণ করেন। সবুজের সমারোহে শৈশব-কৈশোরের অনেকটা সময় কেটেছে তাঁর গ্ৰামেই। পড়াশোনা শুরু হয় গ্ৰামের স্কুলে। সপ্তম শ্রেণিতে পাঠরত অবস্থায় লেখালেখির বিষয়ে হাতেখড়ি হয় তাঁর। মাধ্যমিক উত্তীর্ণ কবি মৃত্যুঞ্জয় হালদার বর্তমানে কর্মসূত্রে কলকাতায় বসবাস করেন। লেখালেখি, বই পড়া, গান শোনায় বিশেষ আগ্রহ আছে তাঁর। একাধিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে তাঁর লেখাগুলি। পেয়েছেন একাধিক স্মারক ও শংসাপত্র। ২০১৪ সালে কলকাতা বইমেলায় তাঁর লেখা 'ইচ্ছেকথা' নামে একটি ছড়া ও কবিতার বই প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন