আদৌ বুঝি না কিছুই
বোঝার চেষ্টা করি মাত্র
আজও আমি ঠিক তেমনি
সবার অবুঝ ছাত্র।
নিজেকেই ঠিক বুঝতে নারি
আমি আমার কে?
কে আমাকে কতটুকু
বুঝলো বলো সে!
শব্দে জীবন জমিন মাপি
দুঃখে কাটে দিন
সুখ সেয়ানা পালায় ছুটে
বাড়ে কেবল ঋণ!
অধরাকে ধরতে পারা
আমার সাধ্য নয়
লুকোচুরি চলছে খেলা
ব্যর্থ জীবনময়।
১৯৮৩ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বাসন্তী থানার অন্তর্গত গদখালী গ্ৰামে কবি মৃত্যুঞ্জয় হালদার জন্মগ্রহণ করেন। সবুজের সমারোহে শৈশব-কৈশোরের অনেকটা সময় কেটেছে তাঁর গ্ৰামেই। পড়াশোনা শুরু হয় গ্ৰামের স্কুলে। সপ্তম শ্রেণিতে পাঠরত অবস্থায় লেখালেখির বিষয়ে হাতেখড়ি হয় তাঁর। মাধ্যমিক উত্তীর্ণ কবি মৃত্যুঞ্জয় হালদার বর্তমানে কর্মসূত্রে কলকাতায় বসবাস করেন। লেখালেখি, বই পড়া, গান শোনায় বিশেষ আগ্রহ আছে তাঁর। একাধিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়ে আসছে তাঁর লেখাগুলি। পেয়েছেন একাধিক স্মারক ও শংসাপত্র। ২০১৪ সালে কলকাতা বইমেলায় তাঁর লেখা 'ইচ্ছেকথা' নামে একটি ছড়া ও কবিতার বই প্রকাশিত হয়েছে।