Recent Post

ব্যবধান: সৌগত মুখোপাধ্যায়

ব্যবধান: সৌগত মুখোপাধ্যায়

একসাথে হেঁটে যাব বলে
        হাতের উপরে ছিল হাত,
স্বপ্নেরা খেলা করে যেত
         আমাদের সারাদিন রাত।

হাতের উপরে আজও হাত
         স্বপ্নের গায়ে ধূসরতা,
প্রত্যহ যাপনের ঘরে
          খেলা করে শুধু নীরবতা।

Author

  • সৌগত মুখোপাধ্যায়

    সাহিত্যিক সৌগত মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার রূপসা গ্রামে ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তিনি। বর্তমানে শান্তিনিকেতনের বাসিন্দা অধ্যাপক শ্রীমুখোপাধ্যায় নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। মূলত প্রবন্ধ সাহিত্যের চর্চা করেন তিনি। ২০১৬ সালে কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে গবেষক সম্মান লাভ করেছেন। এছাড়া তিনি ভালোবাসেন ভ্রমণ ও খেলাধুলা। তাঁর লেখা গ্রন্থ 'ইউরোপীয় ও ভারতীয় ভাষায় অনুবাদের রবীন্দ্রনাথ' প্রকাশিত হয় ২০১৩ সালে।

One thought on “ব্যবধান: সৌগত মুখোপাধ্যায়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

      আজ প্রহর শান্ত, রাত মধ্যম
      নিবিড় বর্ষায় আভাসে
      সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
      কবিতা / ছড়া

      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

        ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
        প্রশান্তি আনে তর ছোঁয়া।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন