
ব্যবধান: সৌগত মুখোপাধ্যায়
একসাথে হেঁটে যাব বলে হাতের উপরে ছিল হাত, স্বপ্নেরা খেলা করে যেত আমাদের সারাদিন রাত। হাতের উপরে আজও হাত স্বপ্নের গায়ে ধূসরতা, প্রত্যহ যাপনের ঘরে খেলা করে শুধু নীরবতা।
একসাথে হেঁটে যাব বলে হাতের উপরে ছিল হাত, স্বপ্নেরা খেলা করে যেত আমাদের সারাদিন রাত। হাতের উপরে আজও হাত স্বপ্নের গায়ে ধূসরতা, প্রত্যহ যাপনের ঘরে খেলা করে শুধু নীরবতা।
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
আজ প্রহর শান্ত, রাত মধ্যম
নিবিড় বর্ষায় আভাসে
সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
প্রশান্তি আনে তর ছোঁয়া।
One thought on “ব্যবধান: সৌগত মুখোপাধ্যায়”