
আজ প্রহর শান্ত, রাত মধ্যম নিবিড় বর্ষায় আভাসে সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে আমি নতজানু একা আমি নিজেই নিজের কাছে ক্ষমাপ্রার্থী চেয়ে নিচ্ছি পরিত্রাণ প্রতিটি শব্দের শান্তিতে আমাকে মানায় না, সমর্পণের বধির দিন রাত্রিতে।।
আজ প্রহর শান্ত, রাত মধ্যম নিবিড় বর্ষায় আভাসে সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে আমি নতজানু একা আমি নিজেই নিজের কাছে ক্ষমাপ্রার্থী চেয়ে নিচ্ছি পরিত্রাণ প্রতিটি শব্দের শান্তিতে আমাকে মানায় না, সমর্পণের বধির দিন রাত্রিতে।।
স্বার্থের খেলায় অন্ধ সুজন,
হারিয়েছে আজ সব প্রয়োজন।
সময় স্রোতে ভাসে মৃত মন,
ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
প্রশান্তি আনে তর ছোঁয়া।
বারবার আমিও ফিরে আসি
পুরোনো সম্পর্কে গড়ি নতুন কথাঘর
দ্রৌপদী যামিনী কন্যা আমার বুকে বাসা বাঁধে অনুক্ষণ।।