প্রলয় শেষে ঘুম ভাঙা চোখে একা
কোন পৃথিবী দেখব দু-চোখ মেলে!
চিতার আগুন নিভে যাওয়া প্রান্তরে
ছাইগুলো সব ভাসবে সিন্ধু জলে।
মাটিতে মাটিতে মৃত্যুর শুখা দাগ
বাতাসে এখনও শরীরের পোড়া ঘ্রাণ,
সীমানার মাঝে সব হারানোর রাতে
লিখে রাখে কেউ অসীমের আখ্যান।
হাহাকার শেষে নৈঃশব্দের ছায়া
দীর্ঘ থেকে দীর্ঘতর পথে,
মৃত্যুমিছিলে হারানো মুখের ছবি
জীবনের বোধ জাগায় গভীর ক্ষতে।
জীবনের বাগ দগ্ধ দাবানলে
মহা সিন্ধুর কূলে কূলে কালবেলা,
মৃত্যুর মুখে ক্লান্তির বলিরেখা
ভাসে অবিরাম সতী বেহুলার ভেলা।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
“বেহুলার ভেলা” বেশ লাগলো👌👌👌কবিকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
বেহুলার ভেলা চমৎকার।