গাঢ় বালিশের কোণা ধরে কতদূর যাবে তুমি?
হয়ত বেঁচে যাবে সে রাত। তারপরে!
মেছোদের গলি পথ ঘুরে দেখেছো কোনোদিন?
সেখানে আঁশটে গন্ধ জ্যাব জ্যাবে দিন কেটে যায়...
সেখানে মানুষ বাস করে মানুষের জন্যে।
অতীতের মাঝে ফেলে হবে বলো কি...
কয়লার গুড়ো মেখে কত মানুষ আজও আছে,
ওখানে ভেড়াতে পারবে না তুমি তরী!
তবে গাঢ় বালিশের কণা ধরে কতদূর যাবে তুমি?
দেখো কত মানুষ কষ্ট চাপা দিয়ে খেলছে যেন খেলা...
বড়ো হয়ে চলে আসো তুমিও... ও ষোড়শী!
মালদা জেলার হবিবপুর থানার জামালপুর গ্রামে ১৯৯১ সালে জন্মগ্রহণ করেন কবি বসন্ত ঘোষ। জামালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পাঠ গ্রহণের পর রাহুতাড়া সেন্ট থমাস উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পাঠ সম্পূর্ণ করেন। এরপর কেন্দপুকুর উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে পাকুয়াহাট ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন ও নিয়মিত সাহিত্যচর্চা করে চলেছেন।