Recent Post

বৃষ্টিভাসি: নীতু বেরা

বৃষ্টিভাসি: নীতু বেরা

এক পশলা বৃষ্টি এসে
সবুজ পাতা দেয় দুলিয়ে,
চোখের কোণের নীরবতা
ঝাপটা দিয়ে দেয় সরিয়ে। 

জলছবিতে উঠছে ভেসে
টাপুর টুপুর মিষ্টি সুরে, 
সুখ-দুঃখের স্মৃতির কোলাজ
জাপটে মেঘের হাতটি ধরে।

আবছায়া ক্ষীণ অনুভবে
বাতায়নের লুকোচুরি, 
কাঁপন ধরায় আলিঙ্গনে
বানভাসি মন উদাস ভারি। 

মুক্তি খোঁজে বৃষ্টি ফোঁটায়
কল্পনার এক বালুচরে, 
না-তাকিয়ে পেছনপানে
আদর মাখে শরীর জুড়ে। 

অন্যমনে কখন যেন
আবেগভরা মুহূর্তকে, 
স্বীকৃতি দেয় বৃষ্টিধারা
ক্ষণিক দেখে আকাশটাকে।

Author

  • নীতু বেরা

    বর্তমান সময়ে যাঁরা পরিণত লেখনীর মাধ্যমে পাঠক হৃদয় সহজেই জয় করে ফেলেছেন তাঁদের মধ্যে অবশ্যই নীতু বেরা একজন। পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের বাড়িতে বড়ো হয়ে ওঠা লেখিকা নীতু বেরা শৈশবেই বাবাকে হারান। স্কুলজীবন অতিবাহিত হয় হস্টেলে। পড়াশোনার কারনে বাড়িতে থাকার সুযোগ খুব বেশি একটা ছিল না তাঁর। বর্তমানে কর্মসূত্রে তিনি ঝাড়গ্রামে থাকেন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ও পরবর্তীতে বি.এড. উত্তীর্ণা নীতুদেবী বর্তমানে শিক্ষকতার সঙ্গে যুক্ত। অবসর সময়ে লেখালেখি করেন, এছাড়া বেড়ানো, নানান সেবামূলক কাজের মধ্য দিয়ে সময় কাটাতেও বেশ পছন্দ করেন তিনি। তাঁর কথায়, "আমি অনেকদিন থেকেই লেখালেখি করতাম, তবে সেই লেখা ডাইরির মধ্যেই সীমাবদ্ধ থাকত। এখন সোস্যাল সাইটের আনুকূল্যে তা অনায়াসেই সকলের সামনে মেলে ধরতে পারি"। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, লেখিকা নীতু বেরা তাঁর লেখার নিজস্বতার কারণে ইতিমধ্যেই নবতরু ই-পত্রিকার মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছেন।

2 thoughts on “বৃষ্টিভাসি: নীতু বেরা

  1. বৃষ্টি যেন কবিতার থেকে বেড়িয়ে আমায় ভিজিয়ে দিয়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন