Recent Post

বৃষ্টিদিন: হামিদুল ইসলাম

বৃষ্টিদিন: হামিদুল ইসলাম

বৃষ্টিদিন: হামিদুল ইসলাম

আজ সারাদিন বৃষ্টি 
সারি সারি সংসার পাতানো মেঘ 
ছিন্ন হাওয়ায় হৃদয় ভাঙে 
দু-ঠোঁটের কোণে পুরোনো আদর। আফ্রোজা বৃষ্টিদিন।।

পুরোনো সোহাগ কুড়িয়ে রাখি 
ছাতিম গাছে খাড়া দুপুর 
অনন্ত নির্জনতা ছায়ায় ছায়ায় 
রোদ রোদ হৃদয়। তোমার রোদের মাঝে মুহুর্মুহু বৃষ্টির সুবাস।।

তোমার খোঁপায় বিরল বৃষ্টিদিন 
জলে ভাসে বন্দর 
আদিম সভ‍্যতায় ডুবে যায় সূর্য। আঁধারে নাছোড় জীবন।।

গুণে গুণে রাখি প্রেম
হিসেবের অঙ্কে মেলে না গণিত 
স্বরবর্ণের দেশে মহামিছিল 
যুদ্ধের বার্তা। বারুদে পোড়ে ভ্রাতৃত্ব। অক্ষরে অক্ষরে সম্পর্ক পোড়া ছাই।।

আমরা এখন গোরস্থানে 
ঠিকানাবিহীন পৃথিবী। পলস্তরা খসে পড়ছে নির্মম রাতের ঘ্রাণে।।

Author

  • হামিদুল ইসলাম

    কবি ও লেখক হামিদুল ইসলাম ১৯৫৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার ভোঁওর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশব কাটে চরম দারিদ্র্যের মধ্যে। পড়াশোনার জন্য আসেন মামার বাড়িতে, সেখান থেকে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা সম্পূর্ণ করে পুনরায় ফিরে আসেন নিজের বাড়িতে। এরপর বালুরঘাট কলেজ থেকে স্নাতক ও উত্তরবঙ্গ বিশ্ববিদ‍্যালয় থেকে বাংলা ও ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৪ সালে শিক্ষক হিসাবে নিযুক্ত হন। চোদ্দ বছর বয়সে তাঁর লেখা প্রথম কবিতা 'ভালোবাসা' প্রকাশিত হয় স্কুল-ম্যাগাজ়িনে। পরবর্তীতে কলেজ জীবনে বিভিন্ন সাহিত্য পত্র-পত্রিকার সঙ্গে পরিচয় হয়। তাঁর কথায়, "লেখা আমার নেশা; লেখা আমার জীবন।" লালন চাঁদ ছদ্মনামে তিনি লেখালেখি করেন। এ-যাবৎ তাঁর ন'টি একক কাব‍্যগ্রন্থ ও ত্রিশটিরও বেশি কাব‍্য সংকলন প্রকাশিত হয়েছে। 'সাহিত্য রত্ন' ও 'কবি সাগর' সম্মাননা-সহ পেয়েছেন একাধিক সম্মাননা ও পুরস্কার।

One thought on “বৃষ্টিদিন: হামিদুল ইসলাম”

  1. অপূর্ব।এই কবিতা পড়ে কিছুক্ষণ থমকে যেতে হয়।এই কবিতা ভাবায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন