Recent Post

বীরাঙ্গনা বলছি! আহবাব হাসনাত লাবিব

বীরাঙ্গনা বলছি! আহবাব হাসনাত লাবিব

বীরাঙ্গনা বলছি! আহবাব হাসনাত লাবিব

এই বাড়িটা পিতৃহারা ফেলে দীর্ঘশ্বাস,
 এই বাড়িটা অশ্রুলেখা রক্তাক্ত মাস। 
এই বাড়িতে রয়েছে দেখো স্মৃতি অবিরাম, 
এই বাড়িতে কোণায় কোণায় বঙ্গবন্ধুর নাম। 
এই বাড়িতে উঠেছিল সূর্যহীন ভোর, 
এই বাড়িতে বাজে শুনো জয় বাংলার স্বর। 
এই বাড়িতে শহিদ হয় ইতিহাসের ভারি লাশ, 
এই বাড়িতে দেশের স্বপ্ন হয় সর্বনাশ।
 এই বাড়িতে পাবে দেখো আমার কন্ঠ স্বর,
 এই বাড়িতে আছে দেখো শেখ মুজিবুর।
 এই বাড়িতে পাবে দেখো আমার অশ্রুজল,
 এই বাড়িটা চিরকাল প্রেরণা অবিচল।
 এই বাড়িটা আমার কাছে রক্তাক্ত হিমালয়! 
এই বাড়িটা আমার কাছে আমার পরিচয়।

Author

  • আহবাব হাসনাত লাবিব

    নবীন লেখক আহবাব হাসনাত লাবিব ২০০৭ সালে বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম ও সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ ছিল তাঁর। অংশগ্রহণ করেছেন আবৃত্তি, অভিনয়, রচনা, বক্তৃতা, বির্তক প্রতিযোগিতায়। ছড়া, কবিতার পাশাপাশি লিখেছেন ছোটগল্প এবং রম্য রচনা। ভালোবাসেন বই পড়তে। তিনি আশা করেন—আগামীর পৃথিবী সাহিত্যময় হবে। তাঁর লেখায় ফুটে ওঠে দেশপ্রেম ও দেশের গৌরবোজ্জ্বল সোনালি ইতিহাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
কবিতা / ছড়া

পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়
    কবিতা / ছড়া

    বোঝাপড়া: জয়িতা চট্টোপাধ্যায়

      আজ প্রহর শান্ত, রাত মধ্যম
      নিবিড় বর্ষায় আভাসে
      সমস্ত উজ্জ্বলতা ঘুমিয়ে পড়েছে শরীরে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব
      কবিতা / ছড়া

      ভ্রান্তির শ্লোক: আহবাব হাসনাত লাবিব

        ক্লান্ত হৃদয় হিমেল হাওয়া,
        প্রশান্তি আনে তর ছোঁয়া।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন