বিশ্বত্রাস- অন্বেষা মন্ডল

ঝুলছে তালা স্কুল কলেজে
আজ হল আট মাস,
এর পিছনে আসল কারণ
করোনা ভাইরাস।
যখন হল প্রথম চিনে
কার বা ছিল জানা,
এই জীবানুর ভয়ে হবে
বাইরে বেরোনো মানা?
বিশ্বের সব দেশগুলি আজ
হয়েছে দিশেহারা,
কী করবে কী করবে
ভাবছে এমন তারা।
হাসপাতালে লড়ছে এখন
ডাক্তার নার্স লাখে,
পুলিশকর্মী ঝাঁপিয়ে পড়ে
যুদ্ধে হাসি মুখে।
মুখে যেন পরবেই মাস্ক
যখন হবে বার,
হাতকে রেখো জীবানুমুক্ত
মেখে স্যানিটাইজার।
ভিড়ের মধ্যে মানবে গিয়ে
সামাজিক দূরত্ব,
তবেই বিশ্ব আবার হবে
করোনা বীজানুমুক্ত।
কেউ কি কখনও ভেবেছিল
যে আসবে এমন দিন,
যেদিন বিশ্বের ত্রাস হবে
এই কোভিড-নাইন্টিন!
আসবে যখন ভ্যাকসিন সেই
বদলাবে এই ছবি,
ততদিনে সাবধানতা
মানতে হবে যে সবই।