Recent Post

বিশ্বত্রাস

বিশ্বত্রাস- অন্বেষা মন্ডল

image @nabataru.com

ঝুলছে তালা স্কুল কলেজে

আজ হল আট মাস,

এর পিছনে আসল কারণ

করোনা ভাইরাস।

যখন হল প্রথম চিনে

কার বা ছিল জানা,

এই জীবানুর ভয়ে হবে

বাইরে বেরোনো মানা?

বিশ্বের সব দেশগুলি আজ

হয়েছে দিশেহারা,

কী করবে কী করবে

ভাবছে এমন তারা।

হাসপাতালে লড়ছে এখন

ডাক্তার নার্স লাখে,

পুলিশকর্মী ঝাঁপিয়ে পড়ে

যুদ্ধে হাসি মুখে।

মুখে যেন পরবেই মাস্ক

যখন হবে বার,

হাতকে রেখো জীবানুমুক্ত

মেখে স্যানিটাইজার।

ভিড়ের মধ্যে মানবে গিয়ে

সামাজিক দূরত্ব,

তবেই বিশ্ব আবার হবে

করোনা বীজানুমুক্ত।

কেউ কি কখনও ভেবেছিল

যে আসবে এমন দিন,

যেদিন বিশ্বের ত্রাস হবে

এই কোভিড-নাইন্টিন!

আসবে যখন ভ্যাকসিন সেই

বদলাবে এই ছবি,

ততদিনে সাবধানতা

মানতে হবে যে সবই।

Author

  • অন্বেষা মণ্ডল

    বীরভূম জেলার নানুর থানার নূতনগ্রামে ২০০৮ সালে জন্মগ্রহণ করেন অন্বেষা মণ্ডল। শৈশব কেটেছে গ্রামের বাড়িতেই। স্থানীয় নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনে পড়াশুনা করে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন বোলপুরের সেন্ট টেরেসা স্কুলে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্বেষার শখ গল্পের বই পড়া, গোয়েন্দার গল্প বিশেষ পছন্দের। পড়াশুনার সঙ্গে কবিতা ও গল্প লিখতেও বেশ পটু তিনি। এছাড়া ছবি আঁকতেও ভালোবাসেন। অবসর সময়ে দাদুর সঙ্গে সাহিত্য বিষয়ক আলোচনাতেও মশগুল থাকেন অন্বেষা। নব্য সাহিত্যিক অন্বেষার লেখালেখির প্রতি আগ্রহ সঞ্চার হয় দাদুর অনুপ্রেরণায়। মাত্র তিন বছর বয়সে 'উন্মোচন' পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। পরপর আরও কতকগুলি কবিতা ওই পত্রিকাতেই প্রকাশিত হয়। ২০১৭ সাল থেকে তিনি আরম্ভ করেন ছোটগল্প লেখা; এরমধ্যে রহস্য গল্পই প্রধান। সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তি-পাঠেও বেশ দক্ষ তিনি। বর্তমানে নবতরু ই-পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি যুক্ত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন