Recent Post

বিপিন রাওয়াত ও মধুলিকা রাওয়াতের স্মরণে: সুমিত মুখোপাধ্যায়

কোয়েম্বাটোরের সুলুর এয়ারবেস থেকে ওয়েলিংটন যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর অভিশপ্ত চপার। কুন্নুরের এই কপ্টার দুর্ঘটনায় প্রাণ হারালেন  ১৪ জনের মধ্যে ১৩ জন। প্রাণ হারাণ দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত।

বিপিন রাওয়াতের সাহসিকতা এবং বীরত্বের কাহিনি ভারতীয় নাগরিকদের কাছে অজানা কিছু নয়। তার একাধিক বীরত্ব তাকে এনে দিয়েছে একের পর এক সম্মান। পোশাকে লেগেছে নতুন নতুন বীরত্বের পালক। এমন বীর সন্তানের প্রয়াণে স্বাভাবিকভাবেই স্তব্ধ গোটা দেশ।

এর পাশাপাশি বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতের প্রয়াণে স্বজনহারা হয়ে পড়লেন ভারতের শহীদ জাওয়ানদের স্ত্রীরা। কারণ এই মধুলিকা রাওয়াত সেই সমস্ত নারীদের পাশে সব সময় হাসিমুখে থেকেছেন যাদের স্বামীরা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। যুদ্ধক্ষেত্রে স্বামী হারানোদের পাশে থেকে মধুলিকা রাওয়াত সবসময় তাদের স্বনির্ভর এবং উন্নতির দিকে নজর দিয়েছেন।

বিপিন রাওয়াত যেমন দেশের জন্য একের পর এক সাহসিকতা দেখিয়ে এমন উচ্চতার শিখরে পৌঁছে ছিলেন, ঠিক তেমনই তার স্ত্রী মধুলিকা রাওয়াত সবসময়ই শহীদ জাওয়ানদের স্ত্রীদের পাশে থেকে দেশের অন্যতম সমাজসেবী হিসাবে পরিগণিত হয়েছেন। স্বাভাবিকভাবেই এমন একজন নারীর প্রয়াণে শহীদ জাওয়ানদের স্ত্রীদের কাছে প্রিয়জন বিয়োগতুল্য হয়ে উঠেছে।

চার প্রজন্ম ধরে রাওয়াত পরিবার দেশের হয়ে কাজ করে আসছে। সেই ঘরানা বজায় রেখেছিলেন মধুলিকা রাওয়াত। স্বামী বিপিন রাওয়াত যখন দেশের হয়ে একের পর এক গুরুত্বপূর্ণ অপারেশনে নেতৃত্ব দিচ্ছেন সেই সময় একদা মনস্তত্ত্বে স্নাতক মধুলিকা রাওয়াত নিজেকে নিয়োজিত করেছিলেন সমাজের কল্যাণে। তার কাজের পদ্ধতি আলাদা থাকলেও দেশ এবং সেনাদের স্বার্থেই তিনি আজীবন কাজ করে গিয়েছেন।

এর পাশাপাশি মধুলিকা রাওয়াত ক্যান্সার রোগীদের জন্য কাজ করেছিলেন। সমাজসেবামূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁর ভূমিকা অকল্পনীয়।

Author

  • সুমিত মুখোপাধ্যায়

    হুগলি জেলার শ্রীরামপুরে ২০০২ সালে জন্মগ্রহণ করেন তরুণ কবি সুমিত মুখোপাধ্যায়। রিষড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমিত মুখোপাধ্যায় ভালোবাসেন কবিতা ও গল্প লিখতে। অভিনয়েও শখ আছে তাঁর। তাঁর লেখা কবিতা ইতিমধ্যেই বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক ঘটনা নভেম্বর

টোকিয়ো প্যারা অলিম্পিক—সাফল্যের শিখরে ভারত: দীপ্তেশ চট্টোপাধ্যায়

    টোকিয়ো অলিম্পিকের পর এবার ষোড়শ প্যারা অলিম্পিকের আসর বসেছিল ২৪ অগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। জাপানের রিও তানিগুচির সৃষ্ট ‘সোমেইটি’ ছিল এবছরের ম্যাস্কট। উল্লেখ্য ১৯৬৪ সালের পর এবছর দ্বিতীয়বার গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের আয়োজন করল জাপান

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    ২০২০ টোকিও অলিম্পিকের কিছু সেরা মুহূর্ত
    সাম্প্রতিক ঘটনা অক্টোবর ২০২১,পূজা সংখ্যা

    ২০২০ টোকিও অলিম্পিকের কিছু সেরা মুহূর্ত: অংশুমান বন্দ্যোপাধ্যায়

      একটি সোনা, দুটি রুপো ও চারটি ব্রোঞ্জ পেয়ে ভারতের সফলতম অলিম্পিক ছিল এবারের টোকিও অলিম্পিক।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      টোকিয়ো ২০২০ অলিম্পিক্স
      বিবিধ সাম্প্রতিক ঘটনা

      সাম্প্রতিক ঘটনাবলী:টোকিয়ো ২০২০ অলিম্পিক্স

        ২০২০ টোকিয়ো অলিম্পিক্স গত বছর কোভিড-১৯-এর কারণে অনুষ্ঠিত হতে না-পারলেও এ-বছর(২০২১) জাপানের টোকিয়ো শহরে অনুষ্ঠিত হল।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন