বিজ্ঞপ্তি (১ সেপ্টেম্বর, ২০২১)

মন্তব্য ও যোগাযোগ:-
প্রিয় পাঠকদের উদ্দেশ্যে জানাই যে, নবতরু ই-পত্রিকায় প্রকাশিত সকল লেখাগুলির নীচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি সংশ্লিষ্ট লেখা সম্পর্কিত আপনার মতামত, মন্তব্য, পরামর্শ, জিজ্ঞাস্য, অভিযোগ ইত্যাদি লিখতে পারেন। আমরা আপনার পাঠানো ই-মেল মারফত যোগাযোগ করে তা উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব।
এছাড়া আপনারা ওয়েবসাইটের হোমপেজে ‘contact with us’-এ গিয়েও যোগাযোগ করতে পারেন এবং সেখানেও আপনার প্রশ্ন এবং মন্তব্য লিখে আসতে পারেন। আপনাদের পাঠানো মূল্যবান মন্তব্য আমরা অত্যন্ত যত্নসহকারে গ্রহণ করে থাকি।
লেখকদের উদ্দেশে:—
১)বর্ষসেরা সম্মাননা:-
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে, নবতরু ই-পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে পত্রিকার সঙ্গে যুক্ত লেখক-লেখিকাদের পরিশ্রম ও সহযোগিতাকে সম্মান জানিয়ে পাঠক সংখ্যা ও লেখা সম্পর্কিত মন্তব্যের বিচারে প্রথম বর্ষের সেরা তিনজন লেখক-লেখিকাকে স্মারকসহ পুরস্কৃত করা হবে।
২) শারদ সম্মাননা:-
অক্টোবর মাসে পত্রিকার বর্ষপূর্তি ও শারদ সংখ্যায় প্রকাশিত লেখাগুলি থেকে পাঠক সংখ্যা ও মন্তব্যের বিচারে সেরা তিনজন লেখক-লেখিকাকে শারদ সম্মানে পুরস্কৃত করা হবে।
৩) নবতরু পুরস্কার:-
পত্রিকাগোষ্ঠীর বিচারে বিশেষ ব্যক্তিত্বকে দেওয়া হবে সর্বোচ্চ সম্মান—’নবতরু পুরস্কার’।
৪) বিশেষ সম্মাননা:-
নভেম্বর ও ডিসেম্বর সংখ্যাদুটিকে বিশেষ প্রতিযোগিতামূলক সংখ্যা হিসাবে রাখা হয়েছে। এই সংখ্যায় থাকবে তিনটি বিভাগ—
ক-বিভাগ(সাধারণ)— কবিতা, ছড়া
খ-বিভাগ(সাধারণ)— অণুগল্প
গ-বিভাগ(কচিপাতা/ছোটদের জন্য)— কবিতা, ছড়া, অণুগল্প
প্রতি বিভাগের সেরা তিনজন লেখক-লেখিকাকে স্মারক সম্মানে পুরস্কৃত করা হবে।
সীমাবদ্ধতা:-
কবিতা/ছড়া— অনধিক ১৬ লাইন
অণুগল্প— অনধিক ২০০ শব্দ।
নভেম্বর-ডিসেম্বর সংখ্যার নিয়মাবলী:-
১) ‘কচিপাতা’ বিভাগের বয়সসীমা হতে হবে ১৬ বৎসর পর্যন্ত অর্থাৎ জন্মসাল ২০০৫-এর আগে নয়।
২) পাঠক সংখ্যা, লেখার উৎকর্ষ, মন্তব্য ইত্যাদির বিচারে ফলাফল ঘোষিত হবে।
৩) প্রত্যেক লেখককে অন্যের লেখায় মন্তব্য করার বিষয়টি বিচারের একটি মাপকাঠি হিসাবে ধরা হবে।
৪) আপনার লেখা অধিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছে দিতে লেখাটির লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারেন।
৫) প্রতিযোগিতাটি দু’মাস ধরে চললেও আপনি যেকোনো একটি সংখ্যাতে একটিমাত্র লেখাই পাঠাতে পারবেন।
৬) লেখা পাঠানোর আগে পত্রিকার ওয়েবসাইটে ‘লেখা পাঠানোর নিয়মাবলী’ অংশটি ভালোভাবে পড়ুন।
৭) ফলাফল ঘোষিত হবে জানুয়ারি-২০২২ সংখ্যায়।
৮) বিশদে জানতে যোগাযোগ করতে পারেন পত্রিকার হোয়াটসঅ্যাপ (৯৪৭৪১৬৬৩১২) নং-এ।