Recent Post

বিজ্ঞপ্তি (১ সেপ্টেম্বর, ২০২১)

বিজ্ঞপ্তি (১ সেপ্টেম্বর, ২০২১)

বিজ্ঞপ্তি (১ সেপ্টেম্বর, ২০২১)
বিজ্ঞপ্তি (১ সেপ্টেম্বর, ২০২১)

মন্তব্য ও যোগাযোগ:-

প্রিয় পাঠকদের উদ্দেশ্যে জানাই যে, নবতরু ই-পত্রিকায় প্রকাশিত সকল লেখাগুলির নীচে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনি সংশ্লিষ্ট লেখা সম্পর্কিত আপনার মতামত, মন্তব্য, পরামর্শ, জিজ্ঞাস্য, অভিযোগ ইত্যাদি লিখতে পারেন। আমরা আপনার পাঠানো ই-মেল মারফত যোগাযোগ করে তা উত্তর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব।

এছাড়া আপনারা ওয়েবসাইটের হোমপেজে  ‘contact with us’-এ গিয়েও যোগাযোগ করতে পারেন এবং সেখানেও আপনার প্রশ্ন এবং মন্তব্য লিখে আসতে পারেন। আপনাদের পাঠানো মূল্যবান মন্তব্য আমরা অত্যন্ত যত্নসহকারে গ্রহণ করে থাকি।

লেখকদের উদ্দেশে:—

১)বর্ষসেরা সম্মাননা:-

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে, নবতরু ই-পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে পত্রিকার সঙ্গে যুক্ত লেখক-লেখিকাদের পরিশ্রম ও সহযোগিতাকে সম্মান জানিয়ে পাঠক সংখ্যা ও লেখা সম্পর্কিত মন্তব্যের বিচারে প্রথম বর্ষের সেরা তিনজন লেখক-লেখিকাকে স্মারকসহ পুরস্কৃত করা হবে।

২) শারদ সম্মাননা:-

অক্টোবর মাসে পত্রিকার বর্ষপূর্তি ও শারদ সংখ্যায় প্রকাশিত লেখাগুলি থেকে পাঠক সংখ্যা ও মন্তব্যের বিচারে সেরা তিনজন লেখক-লেখিকাকে শারদ সম্মানে পুরস্কৃত করা হবে।

৩) নবতরু পুরস্কার:-

পত্রিকাগোষ্ঠীর বিচারে বিশেষ ব্যক্তিত্বকে দেওয়া হবে সর্বোচ্চ সম্মান—’নবতরু পুরস্কার’।

৪) বিশেষ সম্মাননা:-

নভেম্বর ও ডিসেম্বর সংখ্যাদুটিকে বিশেষ প্রতিযোগিতামূলক সংখ্যা হিসাবে রাখা হয়েছে। এই সংখ্যায় থাকবে তিনটি বিভাগ—

ক-বিভাগ(সাধারণ)— কবিতা, ছড়া

খ-বিভাগ(সাধারণ)— অণুগল্প

গ-বিভাগ(কচিপাতা/ছোটদের জন্য)— কবিতা, ছড়া, অণুগল্প

প্রতি বিভাগের সেরা তিনজন লেখক-লেখিকাকে স্মারক সম্মানে পুরস্কৃত করা হবে।

সীমাবদ্ধতা:-

কবিতা/ছড়া— অনধিক ১৬ লাইন

অণুগল্প— অনধিক ২০০ শব্দ।

নভেম্বর-ডিসেম্বর সংখ্যার নিয়মাবলী:-

১) ‘কচিপাতা’ বিভাগের বয়সসীমা হতে হবে ১৬ বৎসর পর্যন্ত অর্থাৎ জন্মসাল ২০০৫-এর আগে নয়।

২) পাঠক সংখ্যা, লেখার উৎকর্ষ, মন্তব্য ইত্যাদির বিচারে ফলাফল ঘোষিত হবে।

৩) প্রত্যেক লেখককে অন্যের লেখায় মন্তব্য করার বিষয়টি বিচারের একটি মাপকাঠি হিসাবে ধরা হবে।

৪) আপনার লেখা অধিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছে দিতে লেখাটির লিংক বিভিন্ন মাধ্যমে শেয়ার করতে পারেন।

৫) প্রতিযোগিতাটি দু’মাস ধরে চললেও আপনি যেকোনো একটি সংখ্যাতে একটিমাত্র লেখাই পাঠাতে পারবেন।

৬) লেখা পাঠানোর আগে পত্রিকার ওয়েবসাইটে ‘লেখা পাঠানোর নিয়মাবলী’ অংশটি ভালোভাবে পড়ুন।

৭) ফলাফল ঘোষিত হবে জানুয়ারি-২০২২ সংখ্যায়।

৮) বিশদে জানতে যোগাযোগ করতে পারেন পত্রিকার হোয়াটসঅ্যাপ (৯৪৭৪১৬৬৩১২) নং-এ।

Author

  • Barun@Mukherjee

    নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অপেক্ষার বসন্ত: পম্পা ভট্টাচার্য
Uncategorized

অপেক্ষার বসন্ত: পম্পা ভট্টাচার্য

    বসন্ত তোমায় বার বার ভালোবাসতে ইচ্ছে করে।
    হয়তো তোমার গুণেই ভালোবেসেছি।
    কৃষ্ণচূড়ার তলে পেয়েছি সুরের মূর্ছনা
    বকুল মালা আমার গলে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Uncategorized

    স্বপ্ন সত্যি নয়(২য় পর্ব): ধ্রুব বন্দ্যোপাধ্যায়

      স্বপ্নারা দুই বোন এক ভাই। স্বপ্না,গীতা ও ভাই রাম। স্বপ্নার মা পারহাটি স্কুলের এসকটের কাজ করে। মেয়েদের স্কুলে পৌঁছানো আর ছুটি হলে নিয়ে আসা। এছাড়া পারহাটির অনেক মন্দিরের পূজার জোগাড়, রক্ষণাবেক্ষণের কাজ করে ওর মা। এইসব সাত-পাঁচ করেই স্বপ্নাদের সংসার চলে যায়। ওর দিদি গীতা কিছু সেলাই-ফোড়াই, টিউশন করে। ভাই রাম ছোট, প্রাইমারিতে পড়ে

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      Uncategorized

      মা এসেছে: সন্দীপ বুবুন আচার্য

        মা এসেছে মা এসেছে
        সঙ্গে কাশের মেলা
        মা এসেছে ঘোড়ায় চড়ে
        যাবেন চড়ে দোলা।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন