বিজ্ঞপ্তি(অগাস্ট, ২০২১)

প্রিয় লেখক-লেখিকা,
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে, ওয়েবভিত্তিক অনলাইন বাংলা সাহিত্য পত্রিকার জগতে ‘নবতরু ই-পত্রিকা'(https://nabataru.com) এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে। বিগত বছরের নানান অভিজ্ঞতায় সমৃদ্ধি লাভ করেছে এই পত্রিকা। সকল লেখক-লেখিকা, পাঠক-পাঠিকা ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় আগামী অক্টোবর মাসে একবছর পূর্ণ করবে পত্রিকাটি। এই উপলক্ষ্যে একইসঙ্গে প্রকাশিত হবে নবতরু ই-পত্রিকার শারদ সংখ্যা ও বর্ষপূর্তি সংখ্যাও। এই বিশেষ সংখ্যাটিতে আপনিও লেখা পাঠাতে পারেন। এছাড়া ফটোগ্রাফি ও ছবি আঁকায় আগ্রহ থাকলে পাঠাতে পারেন সেগুলিও। নবতরু ই-পত্রিকা ডিজিট্যাল মাধ্যমে সম্পূর্ণতা লাভ করুক আপনাদের সহযোগিতায়—এই কামনা করি।
ধন্যবাদান্তে—
চন্দন বন্দ্যোপাধ্যায় (প্রযুক্তি ও নির্মাতা)
বরুণ মুখোপাধ্যায় (সম্পাদক)
☘️বিষয়:-
ছড়া
কবিতা
গল্প
ছোটোগল্প
অণুগল্প
অণুকবিতা
প্রবন্ধ
কেরিয়ার গাইড
ফিচার
বিজ্ঞানভিত্তিক রচনা
স্মৃতিকথা
ভ্রমণকাহিনি
রম্যরচনা
সাক্ষাৎকার
বিনোদন
রান্নাবান্না
প্রতিবেদন
খেলার খবর
ছোটোদের লেখা
ছবি
ফটোগ্রাফি
অন্যান্য
🌱লেখা পাঠানোর নিয়মাবলী:-
১) লেখা পাঠানোর আগে ওয়েবসাইটে ‘লেখা পাঠানোর নিয়মাবলী’ অংশটি ভালোভাবে পড়ুন—
২) সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে লেখা পাঠাবেন।
৩) লেখা পাঠানোর ঠিকানা— হোয়াটসঅ্যাপ: ৯৪৭৪১৬৬৩১২
অথবা ই-মেল: writefornabataru@gmail.com
৪) লেখা পাঠানোর সময় ‘নবতরু ই-পত্রিকা, বর্ষপূর্তি ও শারদ সংখ্যা’—কথাটি উল্লেখ করবেন।
❇️ সীমাবদ্ধতা:-
ছড়া/কবিতা—অনধিক ১৬ লাইন।
অণুগল্প—অনধিক ১৫০ শব্দ
অণুকবিতা—অনধিক ৫ লাইন
অন্যান্য রচনার ক্ষেত্রে প্রাথমিকভাবে শব্দসংখায় কোনও বিধিনিষেধ নেই।