Recent Post

বাষ্পরা মেঘ হবে এবার: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

বাষ্পরা মেঘ হবে এবার: শ্বেতা বন্দ্যোপাধ্যায়
বাষ্পরা মেঘ হবে এবার: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

বাষ্পরা মেঘ হবে এবার: শ্বেতা বন্দ্যোপাধ্যায়

লজ্জার আচ্ছাদনে পেট ভরে না—
চল আজ উলঙ্গ হই।
আমরা নামি, নামিয়ে আনি দেবতারে,
দু'পা হেঁটে বুঝুক তিনি পেটের খিদে কা'কে বলে।

কৈলাশের রাজমহলে সুখ বিলান তিনি, 
হিসেব রাখেন ক'ফোঁটা তার ধরায় আসে?
ঢাকতে গেলে লজ্জাখানা, হয় পিছন খালি,
আমরা কাঁঠালপাতায় মুখ রাখি—
আর ব্যা-ব্যা বলি।

বর্ষা শেষে শরৎ এলে কপাল খোলে...
তখনই ডাক পড়ে এই পাঁঠাদেরই।
খাবার-দাবার আগাম আসে ঘরের দোরে,
খুশির হাওয়ায় উন্নয়নের ভাতটা রাঁধি।

ভক্তিতে শ্রদ্ধা মেখে নিয়ে গায়ে দিয়ে নামাবলি—
চোখ বুঝিয়ে আপন মনে, ঘাস চিবিয়ে ব্যা-ব্যা বলি।
না-বুঝেই হাঁটতে থাকি দেবতারে তুষ্ট করে,
চলার ভুলে আমরা যে ভাই—
হাঁড়িকাঠের আঁতুর ঘরে।

Author

  • শ্বেতা বন্দ্যোপাধ্যায়:

    কবি শ্বেতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৬ সালে। গৃহবধূ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় সাংসারিক ব্যস্ততার ফাঁকে ভালোবাসেন কবিতা লিখতে। সংগীত চর্চা ও নৃত্যেও বিশেষ আগ্রহ আছে তাঁর। তাঁর লেখা দুটি কবিতা সংকলন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি নবতরু ই-পত্রিকায় লেখালেখি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

    থমকে দাঁড়িয়ে আছি
    ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    দখিনা বাতাস: বিবেক পাল
    কবিতা / ছড়া

    দখিনা বাতাস: বিবেক পাল

      গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
      পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
      খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
      অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
      কবিতা / ছড়া

      পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

        স্বার্থের খেলায় অন্ধ সুজন,
        হারিয়েছে আজ সব প্রয়োজন।
        সময় স্রোতে ভাসে মৃত মন,

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন