বনে থাকে একটা বাঘ। সে সারাদিন পশু পাখিদের খেয়ে ফেলে। সে জঙ্গলে অনেক অত্যাচার করে। তাই বনের অনেক পশু পাখিদের কষ্ট হয়। সে ওই জন্য অনেক মাংস পায়। হরিণ, জিরাফ, বুনো মোষদের অনেক কষ্ট হয়।
বাঘের হাত থেকে বাঁচতে তাই ওরা ঠিক করল বাঘের বন্ধু হবে। একদিন বাঘের গুহাতে ঢুকে তারা বলল, ” বাঘ তুমি কি আমাদের বন্ধু হবে?”
বাঘ বলল, “হ্যাঁ।”
ওরা এইভাবে বন্ধু হয়ে গেল।
একদিন ওদের সামনে একটা বড়ো হাতি চলে এসেছিল। বনের পশুরা সব ভয় পেয়ে গেল। বাঘ সেদিন ছিল না। কাছেই ছিল একটা সিংহ। তাকে বলতেই সে হাতিটাকে তাড়িয়ে দিল। আর কোনও ভয় থাকল না।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।
খুব সুন্দর হয়েছে অদ্রিজা। অনেক অনেক ভালোবাসা থাকল।
খুব সুন্দর লিখেছো। আরও সুন্দর সুন্দর গল্প পড়ার অপেক্ষায় রইলাম।
সুপ্রভাত,
অদ্রিজা
তোমার “বাঘের বন্ধু ” গল্প পড়ে সব সময় হালুম হালুম শব্দ শুনতে পাচ্ছি। আরও লেখ । আরও পরব আমরা।
অদ্রিজা খুব ভাল হয়েছে। অনেক গল্প লেখো আরো বড় হও।😘
খুব সুন্দর।
খুব ভালো হয়েছে | পরের সংখ্যায় আরোও গল্প শুনবো | অনেক অনেক ভালোবাসা|
খুব ভালো লিখেছ অদ্রিজা । আগামী দিনে তুমি আরো লিখবে এই আশা রাখি । ভালোবাসা নিও ।