এসো সবাই গল্প শুনি একটি দেশের কথা,
কেমন করে সেই দেশটির আসলো স্বাধীনতা।
যুদ্ধ করে কারা সেদিন জীবন বাজি রেখে,
বিশ্ববাসী অবাক হল তাদের সাহস দেখে।
যুদ্ধে নামে বীর বাঙালি কোন সে নেতার ডাকে,
কোন সে নেতার তর্জনীতে স্বপ্ন চোখে আঁকে।
৭ই মার্চে কোন সে নেতা দিল মহান ডাক,
স্বাধীন করো আমার এদেশ শত্রু নিপাত যাক।
নেতার ডাকে শত্রুগুলো কাঁপতে সেদিন থাকে,
ভয় করে না মুক্তিসেনা ছুটলো ঝাঁকে ঝাঁকে।
নয়টি মাসে রক্তক্ষয়ী লড়াই হল শেষ,
ডিসেম্বরের ষোলো তারিখ স্বাধীন হল দেশ।
সেই নেতাটি বঙ্গবন্ধু আসলো স্বাধীন দেশে,
দেশটা জুড়ে খুশির জোয়ার আনন্দে যায় ভেসে।
দেশটা নিয়ে মনটা খুলে তাই তো করি গান,
গানে গানে উথলে ওঠে দেশের প্রতি টান।
নবতরু ই-পত্রিকার সম্পাদক বরুণ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৮৪ সালে। বীরভূম জেলার নানুর থানার শ্রীকৃষ্ণপুরের গ্রামের বাড়িতেই বড়ো হয়ে ওঠেন। আবাসিক ছাত্র হিসাবে বিদ্যালয় জীবন অতিবাহিত করেন বিশ্বভারতীর পাঠভবন ও উত্তর শিক্ষা সদনে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর উত্তীর্ণ বরুণ মুখোপাধ্যায় বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। শিক্ষকতার পাশাপাশি ভালোবাসেন লেখালেখি করতে। এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজকর্মের মধ্যে নিজেকে সর্বদা যুক্ত রাখেন। নতুন ছেলেমেয়েদের মধ্যে সাহিত্য সৃষ্টির উন্মেষ ঘটানোর জন্যই দায়িত্ব নিয়েছেন নবতরু ই-পত্রিকা সম্পাদনার।