Recent Post

বাঁশিওয়ালা: রূপম মিশ্র

বাঁশিওয়ালা:  রূপম মিশ্র

অদূরে দিঘির পাড় থেকে সেই আওয়াজ। বাঁশি থেকে যেন মধু বর্ষিত। নারায়ণ আজ হয়ত দিঘির পাড়ে বসে আপনমনে বাঁশি বাজাচ্ছে। সে মনের খুশিতে বাঁশি বাজায়, অন্তরের সমস্তটুকু উজাড় ক’রে। গ্রামের লোক বলতে থাকে, “হ্যাঁ বাপু নারায়ণ, তুমি তো অসাধারণ বাঁশি বাজাও, তা অন্যান্য জায়গায় গিয়েও তো বাজাতে পারো, ভালো সুনাম ও রোজগার হবে।” 

নারায়ণ মৃদু হেসে শুধু বলে, “এখানেই বেশ আছি।” 

এক দুই বিঘে চাষ জমি নিয়েই সংসার চলে। এক মেয়ে আর স্ত্রী নিয়ে সংসার, সারাক্ষণ অনটন লেগেই আছে। গ্রামের মধ্যে কিছু পুজো অনুষ্ঠানে স্ব-ইচ্ছায় হাজির হয়ে যায়, মনের আনন্দে বাঁশি বাজায়, লোক খুশি হয়ে যেটুকু দেয় তাই নেয়। প্রায়ই মাঠের মধ্যে, দিঘির পারে, ঝাউবনে বসে ফুরফুরে হাওয়ায় বাঁশি বাজায়। গ্রামের মানুষের খুব প্রিয় সে। সবাই বলে ওর বাঁশিতে নাকি জাদু আছে। কিন্তু হায়! হঠাৎ ওর মেয়েটির শরীর অত্যন্ত খারাপ হল। চিকিৎসা করাতে অনেক খরচ, নারায়ণ তা ব্যবস্থা করতে পারল না। মেয়েটি পৃথিবী ছেড়ে চলে গেল। 

নারায়ণ এখনো বাঁশি বাজায়, কিন্তু গ্রামের মানুষের তার সুর আর পছন্দ হয় না। প্রায়ই দেখা যায় সে ঘরের দাওয়ায় একটা ভাঙা চেয়ারে বসে নীল আকাশের পানে চেয়ে সারাক্ষণ কী যেন ভাবতে থাকে।

Author

  • রূপম মিশ্র

    অবিভক্ত মেদিনীপুর(বর্তমানে পূর্ব মেদিনীপুর) জেলার এগরা-১ ব্লকের অন্তর্গত বরদা গ্রামে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন লেখক রূপম মিশ্র। বাল্যকাল কাটে গ্রামের নির্মল পরিবেশে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সম্পূর্ণ করে পানিপারুল মুক্তেশ্বর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীতে মেদিনীপুর কলেজ(স্বশাসিত) থেকে প্রাণীবিদ্যায় প্রথম বিভাগে স্নাতক উত্তীর্ণ হয়ে রামকৃষ্ণ মিশনের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে কৃষি ও গ্রামোন্নয়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বিএড কোর্সে পাঠরত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর শখ—বেড়ানো, লেখালেখির চর্চা, ভৌতিক কাহিনি শোনা ও পড়া। গ্রাম্য পরিবেশে মধ্যবিত্ত পরিবারে বড়ো হয়ে ওঠা লেখক রূপম মিশ্র লেখালেখির পাশাপাশি ভালোবাসেন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Nabataru-e-Patrika-July-2022-16.jpg July 1, 2022
অণু গল্প

ভালোবাসা: বসন্ত ঘোষ

    আমি তিনবার জেনেছি। এক, মায়ের কোলে। দুই, পরীক্ষায় প্রথম পাশ করে;আর তি

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন
    Nabataru-e-Patrika-June-2022-13.jpg
    অণু গল্প

    জবাব: নির্মল কুমার দে

      শখ করে বন্ধু রজতের মোটরসাইকেলটি একবার চালিয়েছিল সঞ্জয়। আর গাড়িটা একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে উলটে গিয়েছিল রাস্তায়।

      বিশদে পড়তে এখানে ক্লিক করুন
      অণু গল্প

      পারিজাতের গল্প: নবজ্যোতি দাস

        রাস্তার পাশে বাঁ দিকের চায়ের দোকানে চা খেয়ে, বাঁ পকেট থেকে মিডিয়াম স্ট্যান্ডার্ডের গোল্ড ফ্লেকের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, লাঞ্চব্রেক, রিং হল না।

        বিশদে পড়তে এখানে ক্লিক করুন