বর্ষা এল ওই...
মাঠ ঘাট সব জল থই থই
রিম ঝিম ঝিম শ্রাবণ ধারায়
ভিজবি নাকি সই?
বর্ষা, তোর জন্যই বৃষ্টি নামে
আষাঢ় শ্রাবণ মাসে,
ফুটিফাটা মাঠ প্রাণ ফিরে পায়
তোরই জলোচ্ছ্বাসে।
চাষির মুখে খুশির ঝিলিক
টইটম্বুর সুখ,
তুই এসেছিস বলেই তো আজ
ফুলের হাসি মুখ।
ঝিঁ-ঝিঁ পোকা তান ধরেছে
ব্যাঙের কোরাস ডাক,
ভিজে মাটির সোঁদা গন্ধে
মাতলো ভুবন আজ ।
কবি মনে অনুরাগ তাই
কবিতা, সঙ্গীতে,
বরণ করতে তোমারে চাই
সাদরে আপন চিতে।
রাত্রে যারা কড়া নাড়ে
তারা কেউ নয় পর
ঘর থেকে দেখে নীলাকাশ
তারা বুঝি কেউ আমার
স্বপ্ন ভাঙে যারা
তারা কি আপন
মনে হয়—
কেউ আপন কিংবা পর নয়
সবাই বুকের মধ্যে জেগে থাকা
এক একটি হীরক স্বচ্ছ চাঁদ।
জন্ম বীরভূমের লাল মাটির দেশে। এখন আসানসোলে থাকেন। পেশায় শিক্ষিকা। নেশা কবিতা লেখা। লিখে আনন্দ পান এবং সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: "আমার একলা আকাশ "(২০২০)