Recent Post

বর্ষারানি: অন্বেষা মণ্ডল

বর্ষারানি: অন্বেষা মণ্ডল

রুন ঝুনঝুন বৃষ্টি নূপুর বর্ষারানির পায়ে, 
ঘন কালো মেঘের ঝালর দেখো আকাশ ছায়ে। 
জুঁই, কেতকী, রজনীগন্ধার মধুর সুগন্ধেতে
বাদলা দিনের প্রকৃতি আজ রয়েছে যেন মেতে। 

গাছগুলো সব করছে স্নান ঝিরঝিরে বৃষ্টিতে, 
বাঙালি দেখো রয়েছে মজে খিচুড়ি, বেগুনিতে। 
ঝমঝমিয়ে বৃষ্টি নেমে ভিজল আঁচল ধরার,
এবার পালা পুকুর ও নদীতে জল ভরার। 

চেয়ে দেখি উদোম গায়ে খেলছে ছেলের দল, 
জমা জলে লাফিয়ে ঝাঁপিয়ে মারছে ফুটবল। 
ক্যানেল পাড়ে চেয়ে দেখি মাটির ঘরের সারি, 
লোকগুলো সব কষ্টে আছে, নেই যে ভালো বাড়ি। 

এই বৃষ্টিতে যাক না ধুয়ে মহামারী যত, 
বর্ষারানি দাও ধুয়ে দাও পৃথিবীর এই ক্ষত।

Author

 • অন্বেষা মণ্ডল

  বীরভূম জেলার নানুর থানার নূতনগ্রামে ২০০৮ সালে জন্মগ্রহণ করেন অন্বেষা মণ্ডল। শৈশব কেটেছে গ্রামের বাড়িতেই। স্থানীয় নিবেদিতা শিশু শিক্ষা নিকেতনে পড়াশুনা করে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হন বোলপুরের সেন্ট টেরেসা স্কুলে। বর্তমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্বেষার শখ গল্পের বই পড়া, গোয়েন্দার গল্প বিশেষ পছন্দের। পড়াশুনার সঙ্গে কবিতা ও গল্প লিখতেও বেশ পটু তিনি। এছাড়া ছবি আঁকতেও ভালোবাসেন। অবসর সময়ে দাদুর সঙ্গে সাহিত্য বিষয়ক আলোচনাতেও মশগুল থাকেন অন্বেষা। নব্য সাহিত্যিক অন্বেষার লেখালেখির প্রতি আগ্রহ সঞ্চার হয় দাদুর অনুপ্রেরণায়। মাত্র তিন বছর বয়সে 'উন্মোচন' পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম কবিতা। পরপর আরও কতকগুলি কবিতা ওই পত্রিকাতেই প্রকাশিত হয়। ২০১৭ সাল থেকে তিনি আরম্ভ করেন ছোটগল্প লেখা; এরমধ্যে রহস্য গল্পই প্রধান। সাহিত্য চর্চার পাশাপাশি আবৃত্তি-পাঠেও বেশ দক্ষ তিনি। বর্তমানে নবতরু ই-পত্রিকার জন্মলগ্ন থেকে তিনি যুক্ত আছেন।

One thought on “বর্ষারানি: অন্বেষা মণ্ডল”

 1. ঝম ঝম বর্ষায় মন ও প্রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত
কবিতা / ছড়া

অচিনপুরের যাত্রা: তীর্থঙ্কর সুমিত

  থমকে দাঁড়িয়ে আছি
  ধানক্ষেতের বুলবুলি সবুজের গায়ে

  বিশদে পড়তে এখানে ক্লিক করুন
  দখিনা বাতাস: বিবেক পাল
  কবিতা / ছড়া

  দখিনা বাতাস: বিবেক পাল

   গ্রীষ্মের খরতাপে অতিষ্ট এ-বেলা
   পিচ গলে রাজপথে, ধুলো উড়ে মেঠোপথে,
   খাল, বিল, শুষ্ক জলাধার; আকুল আবেদনে
   অনন্ত অসীমে ডানা ঝাপটায় চাতক!

   বিশদে পড়তে এখানে ক্লিক করুন
   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়
   কবিতা / ছড়া

   পরিণতি: সরোজ চট্টোপাধ্যায়

    স্বার্থের খেলায় অন্ধ সুজন,
    হারিয়েছে আজ সব প্রয়োজন।
    সময় স্রোতে ভাসে মৃত মন,

    বিশদে পড়তে এখানে ক্লিক করুন